Saturday, December 14, 2024
Homeজেলাবীরভূম জেলা পুলিশের উদ্যোগে সুচেতনা অনুষ্ঠান বালিকা বিদ্যালয়ে।

- Advertisment -

বীরভূম জেলা পুলিশের উদ্যোগে সুচেতনা অনুষ্ঠান বালিকা বিদ্যালয়ে।

সৌগত মন্ডল – চন্দ্রপুর-বীরভূম -বীরভূম জেলা পুলিশের উদ্যোগে বীরভূম জেলার চন্দ্রপুর থানার পরিচালনায় তাতিপাড়া আইটি বালিকা বিদ্যালয়ে শিশু ও মহিলাদের বিভিন্ন ধরনের সাইবার সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন চন্দ্রপুর থানার ওসি কাস্তুরি মুখার্জি। চন্দ্রপুর থানার ওসি কাস্তুরি মুখার্জী জানান , ” এই প্রজন্মের তরুণ-তরুণীরা যেভাবে দিন দিন সোশ্যাল মিডিয়ার ওপর নেশাগ্রস্ত হয়ে পড়েছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন অচেনা ছেলেদের সঙ্গে পরিচয় হচ্ছে এই থেকে বাড়ছে বিভিন্ন ধরনের ক্রাইম ও প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় সেইসমস্ত ফাঁদে যাতে না পড়ে তরুণীরা, সেই নিয়েই মূলত আজকের এই সচেতনতা শিবির। ”

মুলত যেভাবে দিনদিন মেয়েদেরকে সোশ্যাল মিডিয়ায় প্রলোভন ও ব্ল্যাকমেইল করা হচ্ছে, সেই কথা ভেবে বিভিন্ন ধরনের সচেতনতা বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানে। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্লাসের মেয়েরা , শিক্ষিকারা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এইরকম সচেতনতার বার্তা পেয়ে ছাত্রী-শিক্ষিকা ও অভিভাবকরা খুবই খুশি।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments