সৌগত মন্ডল
সিউড়ি -বীরভূম।
বীরভূম জেলার রামপুরহাট বিধানসভার বিষ্ণুপুর ডাঙ্গা পাড়া ( কুলকুরি) গ্ৰামের দেবদূত সাহা,,ইউপিএসসি আই এস এস পরীক্ষায় ৩০ নম্বরে স্থান পাই। এ খবর পেয়ে পুরো গ্রামবাসী আনন্দিত।এদিন বীরভূম জেলার বিজেপির পক্ষ থেকে দেবদূত সাহাকে গলায় উত্তরীয় , পুস্প স্তবক ও মা তারার প্রতিকৃতি দিয়ে সংবর্ধনা তুলে দিলেন জেলা সভাপতি ধ্রুব সাহা এবং আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের শুভ কামনা করলেন ।সবশেষে বিজেপি জেলা সভাপতি, মিষ্টিমুখ করান দেবদূত সাহাকে। দেবদুত সাহা জানায়, গ্রামের জন্য সে কাজ করতে চাই আগামী দিনে। গ্রামের পোস্ট অফিসে কর্মরত।