সৌগত মন্ডল
সিউড়ি-বীরভূম:-
আজ ২৬ এ জানুয়ারি ,৭৫ তম প্রজাতন্ত্র দিবস । এদিন সিউড়ি বিজেপির জেলা কার্যালয়ে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পতাকা উত্তোলন করা হয় এবং তার সাথে সাথে অত্যান্ত প্রচলিত লোকগীতি “বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল” গানের স্রষ্টা, বীরভূমের ভূমি পুত্র পদ্মশ্রী সম্মান প্রাপ্ত সম্মানীয় রতন কাহার কে পুস্প স্তবক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র প্রতিকৃতি দিয়ে সংবর্ধনা তুলে দিলেন বীরভূম বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা । এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা নেতৃত্ববৃন্দ। ৮৮বছর বয়সে “পদ্মশ্রী সম্মান ” পাচ্ছেন বীরভূমের সিউড়ির বাসিন্দা , তথা লোকশিল্পী রতন কাহার। এক সময় বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে লোকসঙ্গীত গেয়ে বেড়াতেন শিল্পী রতন কাহার। বর্তমানে ,বিড়ি বেঁধে স্ত্রী , তিন ছেলে-পুত্রবধূ ও নাতি-নাতনীকে নিয়ে সংসার করছেন। অতি দারিদ্রতার মধ্যেই দিন কাটাচ্ছেন, লোকসংগীত শিল্পী রতন কাহার।
ছিলেন জেলার একাধিক পদাধিকারী।