দেবাশীষ পাল , মালদা: হাট থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের। এদিন সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার কানতুরকা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার গ্রামীণ সড়কে। যদিও এই ঘটনার পর ঘাতক মোটর বাইক চালককে ধরতে পারে নি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম উজ্জ্বল ভক্ত (৪৮)। তার বাড়ি কানতুরকা গ্রাম পঞ্চায়েতের ননসা গ্রামে। এদিন সন্ধ্যায় সাইকেল করে অন্ধকার রাস্তায় বাড়ি ফেরে। সেই সময় একটি মোটর বাইক ধাক্কা মারায় গুরুতর জখম হয় ওই ব্যক্তি। পরে তাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয়। বাইকের
বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু, এক কৃষকের
MORE NEWS – ২ লড়ি সহ ৫৫ টি গরু আটক করেন নলহাটি থানার পুলিশ
এদিন বিকাল ৩:৩০ টা নাগাদ নলহাটি থানার পুলিশ গোপন সূত্রের খবর অনুযায়ী ঝাড়খন্ডের দিক থেকে দুটি লড়ি করে নিয়ে আসা প্রায় ৫৫টি গরু আটক করে।এই গাড়ী দুটির গ্ৰন্তব্য ছিলো মালদা। নলহাটি থানার ওসি তপায় বিশ্বাস তাঁর পুলিশ ব্যাটেলিয়ন নিয়ে পূর্বের গোপন সূত্রের খবর অনুযায়ী বৈধরা সেতুর কাছে আটক করে।গাড়ীচালক ও খালাসীর কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ তৎক্ষণাৎ তাদেরকে গ্ৰেফতার করে এবং গরুসহ লড়ি দুটোকে সিজড করেন, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেন।আজ রামপুর হাট কোর্টে চালান করা হলো।
হিউম্যান রাইটস ও স্বেচ্ছাসেবী সংস্থার তৎপরতায় অসুস্থ দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত দুই যুবকের কাছ থেকে উদ্ধার গুলিভর্তি পাইপগান
EXTRA NEWS – বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক সহবাস ,অভিযোগের তীর ১ সিভিক ভলেন্টিয়ার এর দিকে
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কলেজছাত্রীকে দিনের পর দিন সহবাস করার অভিযোগ উঠলো সিভিক ভলেন্টিয়ার প্রেমিকের বিরুদ্ধে । এই ঘটনার ব্যাপারে বেশ কিছুদিন আগে ইংরেজবাজার মহিলা থানায় ওই যুবতী লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। অবশেষে শুক্রবার সিভিক ভলেন্টিয়ার প্রেমিকের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত নালিশ জানিয়েছেন ওই যুবতী। আগামীতে পুলিশ কোন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এব্যাপারে মানবাধিকার কমিশন এবং আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন অভিযোগকারী ওই ছাত্রী। CONTENUE READING