সৌগত মন্ডল
বোলপুর-বীরভূম
সেকম স্কিল ইউনিভার্সিটির পরিচালনায় আইন বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে আইন সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেল বোলপুরের একটি সরকারি অনুষ্ঠান ভবনে । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,এমডি রুকুউদ্দিন(D.L.S.A সেক্রেটাসেক্রেটারি) ,সিভিল সিনিয়র ডিভিশন জজ আরফা ইয়াসমিন, জুভিনিল জাস্টিস বোর্ড জাজ শ্রী জয়দেব ভট্টাচারিয়া , পিপি মলয় মুখার্জি সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি ইউনিভার্সিটির আইন বিভাগের সকল ছাত্রছাত্রীরা মিলে পরিচালনা করেন । ছাত্র-ছাত্রীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের কেউ আইন সম্বন্ধে বিভিন্ন বার্তা দেওয়া হয় এই শিবির থেকে। আইন বিভাগের H.o.d কেশর পারভীন জানান.”আগামী দিনে আরও ভালোভালো অনুষ্ঠিঠান করববো, আমাদের ছাত্র-ছাত্রীরা অনেক বড় হোক এটাই প্রার্থনা করি”।