সৌগত মন্ডল
রামপুরহাট -বীরভূম:-
সামনে লোকসভা ভোট তার আগেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ন্যায় যাত্রা কর্মসূচি পালন করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক কথায় বলা যেতে পারে লোকসভা ভোটের আগে কংগ্রেস কর্মীদের উৎসাহ বাড়াতে এই পদযাত্রা। আগামী কাল অথাৎ (০২.০২.২০২৪) ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচিতে বীরভূম আসছেন রাহুল গান্ধী। সঙ্গে থাকছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও কোন জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ সহ শতাধিক কংগ্রেস কর্মী। সকাল সাড়ে ১০ টা নাগাদ তারাপীঠ থানার বুধিগ্রাম অঞ্চলের মাঝিপাড়া হয়ে বীরভূমে প্রবেশ করবে ন্যায় যাত্রা। তারপর তারাপীঠ রামপুরহাট নলহাটি মুরারই হয়ে,বিকেলে রাজগ্রাম হয়ে ঝাড়খণ্ড প্রবেশ করবে ন্যায় যাত্রা।