নিজস্ব সংবাদদাতা, মাড়গ্রাম-বীরভূম:-
ঘটনাটি ঘটেছে, বীরভূম জেলার মাড়গ্রাম থানার অন্তর্গত বসোয়া গ্রামে মা মনসা মন্দিরে তালা ভেঙে লক্ষাদিক টাকার গহনা চুরি করে দুষ্কৃতীরা। আজ সকালে, পাড়ার প্রতিবেশীরা দেখতে পাই মন্দিরের দরজা খোলা রয়েছে ও তালা ভাঙা রয়েছে । তারপরেই নজরের পরে মায়ের মূর্তিতে অলংকার নেই। অন্যদিকে পাশের পাড়াতে রাধামাধব মন্দিরে তালা ভেঙে চুরির চেষ্টা চলে, তালা ভাঙার শব্দে প্রতিবেশীরা জেগে যায় , যার ফলে দুষ্কৃতীরা পালিয়ে যায় । তবে পাড়া প্রতিবেশীরা জেগে যায় পুরো বিষয়টি মাড়গ্রাম থানায় জানানো হয়, ঘটনাস্থলে মাড়গ্রাম থানার পুলিশ আসে এবং তদন্ত শুরু করে। গ্রামবাসীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে মাড়গ্রাম থানায়।এখন অব্দি কে বা কারা এ কাজ করেছে জানা যায়নি।