সৌগত মন্ডল
রামপুরহাট-বীরভূম
বেশ কয়েক বছর ধরে পবিত্র ঈদ উপলক্ষ্যে দুঃস্থ অসহায় মানুষকে বিনামূল্যে পোশাক বিতরন করে চলেছে রামপুরহাটের মমতাময় মানবিক স্টল।এবারও তার ব্যতিক্রম হল না। এদিন রামপুরহাট পাঁচ মাথায় মমতাময় মানবিক স্টলের উদ্যোগে বিনামূল্যে শাড়ির হাটের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন রাজ্যের ডেপুটি স্পীকার তথা বিধায়ক ডক্টর আশিস ব্যানার্জি। মমতাময় মানবিক স্টলের কর্ণধার আব্দুর রেকিব বলেন, আমরা শুধু ঈদ দুর্গাপূজায় নয়, সারা বছর ধরে গরিব দুঃস্থ মানুষের পাশে থেকে সাধ্যমতো সাহায্যের চেষ্টা করে থাকি।আপনাদের সাহায্য সহযোগিতায় আগামীদিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করি। তিনি আরও বলেন, সারাাবছরই আমাদের এই সমাজসেবামূলক কা চলে ,আগামী দিনেও আমরা এভাবেই এগিয়ে যাব ।