সৌগত মন্ডল – বীরভূম- নলহাটি: রাজ্যে ফের মর্মান্তিক বাইক দুর্ঘটনা। এই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১ জন বাইক আরোহীর। নলহাটি থানার অন্তর্গত ডিহা এলাকায় নলহাটি রাজগ্রাম সড়কের উপরে এই ভয়াবহ বাইক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটিকে কেন্দ্র করে , চরম উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় এলাকায় স্থানীয় সূত্রে খবর, আজ শনি বার সকাল 10:30 নাগাদ এই ঘটনা ঘটেছে । প্রতক্ষ্যদর্শীরা জানান যে রাস্তার ধারে একটি বাইক সমেত দুজনকে রাস্তার উপরে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। একটি পাথর বোঝাই গাড়ি ধাক্কা মেরে পালিয়ের যাই। প্রতক্ষ্যদর্শীদের অনুমান তারা ছিলেন বাইক রাইডার বা ইউটুবার।
ঘটনাস্থলে ই মারা যাই এক বাইক আরোহী। বাকী আহত ব্যাক্তি কে চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল হসপিটালে পাঠানো হয়।মৃত ব্যাক্তি কে ময়না তদন্তের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়।মৃত ব্যাক্তি র পরিচয় জানতে পারা যায়নি এখনো।ঘটনা স্থলে নলহাটি থানার পুলিশ যায়, এবং বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। ঘাতক ট্রাক ড্রাইভার কে আটক করা হয়েছে।
মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত এক বাইক রাইডার , ঘটনাটিকে কেন্দ্র করে ,চরম উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় এলাকায়