সৌগত মন্ডল
মাড়গ্রাম-বীরভূম
এদিন বীরভূম জেলার রামপুরহাট 2 নম্বর ব্লকের অন্তর্গত মাড়গ্রাম থানার হাসন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নিগা গ্রামে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও মাড়গ্রাম থানার পরিচালনায় বিভিন্ন ধরনের সমাজ সচেতনতা মূলক বার্তা প্রদান করেন ,যেমন বাল্যবিবাহ বন্ধ করুন ,18 বছরের নিচে বিবাহ নয়, বিনা হেলমেটে বাইক চালানো নিষেধ ।উক্ত শিবিরে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, রামপুরহাট সি আই স্বর্গ জিত বোস, মাড়গ্রাম থানার ওসি প্রদীপ ঘোষ ছাড়াও বিভিন্ন পুলিশ আধিকারিক। উক্ত শিবিরে এলাকার বিভিন্ন গ্রামের পুরুষ-মহিলারা উপস্থিত ছিলেন।