Saturday, June 22, 2024
Homeজেলামিড ডে মিলের" খাবারে পাওয়া গেল ইঁদুর, টিকটিকি , আরশোলা।

- Advertisment -

মিড ডে মিলের” খাবারে পাওয়া গেল ইঁদুর, টিকটিকি , আরশোলা।

নিজস্ব সংবাদাতা’, নদিয়াঃ

এবার বীরভূমের পর “মিড ডে মিলের” খাবারে পাওয়া গেল ইঁদুর, টিকটিকি , আরশোলা।এছাড়াও এর সাথে ,এবার নতুন সংযোজন হল একটা আস্ত সাপ। বাচ্চাদের মিড ডে মিলের খাবারে সাপ । এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদীয়ার চাপড়া থানার আলফা গ্রাম পঞ্চায়েতের দম পুকুর পূর্ব দক্ষিণপাড়া ৬০ নম্বর আইসিডিএস সেন্টারে । প্রতিদিনের মতো আজও বাচ্চাদের মিড ডে মিল রান্না করা হয়েছিল । সেই খাবারের ভিতরে পাওয়া গেল সাপ । খাবার নিতে এসে দেখে খাবারের ভিতরে সাপ । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমত ক্ষোভে সৃষ্টি হয়। স্থানীয় লোকজন খাবার হাতে করে চাপড়া থানায় অভিযোগ দায়ের করতে আসেন । স্থানীয় লোকজন ৬০ নম্বর আইসিডিএস সেন্টারের দিদিমনি শাহানারা খাতুন জানান স্কুল বাড়ির ভিতরে রান্না করা হয় । স্কুলের চারপাশে রয়েছে পায়খানা তার মাঝখানেই স্কুলে অপরিচ্ছন্ন পরিবেশে রান্না চলছে । সেই জন্যই খাবারে হয়তো সাপ পাওয়া গেছে । এই খবরে সত্যতা তিনি স্বীকার করে নিলেন। যদিও স্থানীয় মানুষজনের অভিযোগ ওইস্কুলে রান্না করে বাঁশ বাগান থেকে পাতা কুড়িয়ে সেই পাতা দিয়ে রান্না করে ছেলেমেয়েদেরকে খাবার দেওয়া হয় । বেশিরভাগ দিন খাবার সিদ্ধ হয় না এমনি অভিযোগ স্থানীয়দের । এছাড়াও মাঝে মধ্যে খাবার বন্ধ করে দেওয়া হয় বলে এমনটাই অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।*গোটা ঘটনার তদন্তে স্থানীয় প্রশাসন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments