Saturday, December 14, 2024
Homeজেলামুখে মাক্স ও মাথায় হেলমেট পড়িয়ে সচেতনতা বার্তা দিলেন, মহকুমা পুলিশ আধিকারিক

- Advertisment -

মুখে মাক্স ও মাথায় হেলমেট পড়িয়ে সচেতনতা বার্তা দিলেন, মহকুমা পুলিশ আধিকারিক

সৌগত মন্ডল – রামপুরহাট-বীরভূম :- আজকে পুলিশ দিবস পালন করা হচ্ছে সারা রাজ্য জুড়ে , বিভিন্ন জেলায় জেলায় , বিভিন্ন থানায়। সেরকম একচিত্র দেখাগেলো বীরভূমের রামপুরহাট শহরে। রামপুরহাট থানার পক্ষ থেকে, এদিন সকালবেলায় ট্যাবলো নিয়ে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে র্্যালি করে,পথচলতি মানুষদের মুখে মাক্স পরিয়ে দেন এবং মাথায় হেলমেট পরিয়ে দেন রামপুরহাট থানার পুলিশ আধিকারিকরা । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ , রামপুরহাট থানার আইসি ত্রিদ্বীপ প্রামানিক , এসআই সুখেন লেট , ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ । রামপুররামপুরহাট থানার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানায় সাধারণ বাসীরা ।

মুখে মাক্স ও মাথায় হেলমেট পড়িয়ে সচেতনতা বার্তা দিলেন, মহকুমা পুলিশ আধিকারিক

MORE NEWS -বিশ্বকর্মা পুজোর ইতিকথা

বাঙালীর কাছে বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ি ওড়ানোর দিন । এই দিনে কে ঘুড়ি ওড়ায় না ?  প্রতি বছর কন্যাসংক্রান্তিতে বা ভাদ্রমাসের শেষ দিনে ইংরেজির সেপ্টেম্বর মাসের ১৬ কিংবা ১৭ তারিখে এই পুজো অনুষ্ঠিত হয় । কথিত আছে যে দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহর , রামায়নে উল্লিখিত লঙ্কা নগরী বিশ্বকর্মা ঠাকুর স্বয়ং নির্মাণ করেছিলেন । এছাড়ও বিভিন্ন দেবতাদের অস্ত্র , বাহন , রথের ও নির্মাতা তিনি । লোকমুখে এ ও প্রচারিত আছে যে পুরীর বিখ্যাত জগন্নাথ দেবের মূর্তিরও নির্মাতা ছিলেন স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর ।

বিশ্বকর্মা হলেন শিল্পের দেবতা , সমস্ত শিল্পের সৃষ্টিকর্তা তিনি । এই পুজো মূলত কারখানা , শিল্প প্রতিষ্ঠান , ব্যবসা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় । কেবল প্রকৌশলী বা স্থপতি সম্প্রদায় নয় , সব ধরণের কারিগর , কামার-কুমোর , মিস্ত্রি , স্বর্ণকার , শিল্প কর্মী , কারখানার শ্রমিক, ঢালাইকর, দর্জি, গাড়ির চালক সহ অনেক ধরনের পেশার মানুষ বিশ্বকর্মা পুজো করেন। তারা তাদের ভবিষ্যতের উন্নতির জন্য , নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেন  । CONTINUE READING

MORE NEWS -মাড়গ্রাম থানার পক্ষ থেকে পুলিশ দিবস পালন

আজকে পুলিশ দিবস পালন করা হচ্ছে সারা রাজ্য জুড়ে, বিভিন্ন জেলায় জেলায় ,বিভিন্ন থানায়। সেরকম একচিত্র দেখাগেলো বীরভূমের রামপুরহাট মহকুমার, মাড়গ্রাম থানার পক্ষ থেকে, এদিন সকালবেলায় মাড়গ্রাম থানার সংলগ্ন হাতিবাঁধা মোড়ে ট্যাবলো করে,পথচলতি মানুষদের মুখে মাক্স পরিয়ে দেন এবং মিষ্টিমুখ করান মাড়গ্রাম থানার পুলিশ আধিকারিকরা ।CONTINUE READING

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments