প্রান্তিক চ্যাটার্জী – বহরমপুর-মুর্শিদাবাদ:পুর যুদ্ধের দামামা বাজচ্ছে চারিদিকে তারই মধ্যে বহরমপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত চলছে ফুড ফ্যাস্টিভ্যাল, গত কাল অর্থাৎ 27শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল এ সৃজন টিমের সৃষ্টি রূপেণ বিভাগের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। যার থিম ছিল সনাতন ভারতীয় পোশাক। Ramp walk choreography করেন অনির্বাণ সরকার। জুয়েলারী স্পন্সর টুম্পা বুটিক ও জুয়েলারী সেন্টার, স্টোল স্পন্সর আলোড়ন, মেকাপ এ Piku’s make over। বিশেষ ধন্যবাদ অয়ন গোস্বামী, দেবায়ন দাস অধিকারী ও প্রান্তিক চ্যাটার্জি যারা প্রোগ্রাম প্ল্যানিং ও টেকনিক্যাল সাপোর্ট এ ছিলেন । দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। পোশাক গুলি ডিজাইন করেন সঙ্গীত শিল্পী তথা ফ্যাশন ডিজাইনার অনির্বাণ সরকার।32 জন মডেল উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মুর্শিদাবাদ ফুড ফ্যাস্টিভ্যালে সৃষ্টিরূপেনর ফ্যাশন শো
More News – সাংবাদিকদের কাজে বাধা ও অত্যাচার করার বিরুদ্ধে গণ ডেপুটেশন জমা মহকুমা শাসককে ।
সৌগত মন্ডল – রামপুরহাট-বীরভূম: সাংবাদিকের নামে ইভিএম ভাঙ্গার কেস দেওয়ার প্রতিবাদে মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। গত ২৭ এ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে রামপুরহাট ১৭ নম্বর ওয়ার্ডের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন আনন্দবাজার পত্রিকার চিত্র সাংবাদিক সব্যসাচী ইসলাম তার বিরুদ্ধে পুলিশ ই ভি এম মেশিন ভাংচুরের অভিযোগ দায়ের করেছে। কিন্তু বাস্তবে তিনি ১৭ নাম্বার ওয়ার্ডের ই ভি এম ভাঙ্গার ছবি তোলার জন্য নির্বাচন কমিশনের বৈধ পরিচয় পত্র সহ প্রবেশ করেছিলেন। Continue Reading
More News – গাছের উপর চিতাবাঘ, এলাকায় ভিড় স্থানীয়দের
বিউরো রিপোর্ট বীরভূমের কণ্ঠ – নিজস্ব সংবাদদাতা, ধুপগুড়ি-জলপাইগুড়ি: সাত সকালে ধূপগুড়ি শহরে গাছের উপর চিতা বাঘ, চাঞ্চল্য! শুক্রবার সকালে ধূপগুড়ির পৌরসভার ৩ নং এবং ৪ নং ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় একটি জাম গাছের উপর চিতা বাঘ দেখতে পান স্থানীয়রা। চিতা বাঘটিকে দেখার জন্য সকাল থেকেই ভিড় জমে। স্থানীয়দের দাবি, একটি বড় সড় চিতা বাঘ জাম গাছের উপর দেখা যাচ্ছে। Continue Reading
More News– নাচের আসরে ফিল্মি কায়দায় টাকা ওড়াচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা ,ভাইরাল ভিডিও ।
নিজস্ব সংবাদদাতা, মুরারই- বীরভূম: নাচের আসরে ফিল্মি কায়দায় টাকা ওড়াচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা ,ভাইরাল ভিডিও বিতর্ক। ঘটনাটি বীরভূম জেলার তৃণমূল নেতা , তথা খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ কুমার ভকাত উরফে বাবলু ভগত। তার গেট মিনিটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল। Continue Reading