নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট -বীরভূম :-
এদিন মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন কলিঠা হাই স্কুলের দুই ছাত্রী ,তাদের পরীক্ষার সিট পড়েছিল নলহাটি হাই স্কুলে। দুজন ছাত্রী তার বাড়ির লোকের সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিলেন। পিছন থেকে দুজন বাইকারি তাদের পিছনে ধাক্কা মারে। তারপরে ঘটস্থলে বাইক থেকে পড়ে যায় দুই ছাত্রী, তারপরে সুপারস্পেস্যালিটি হসপিটালে আনা হয় আহত দুই ছাত্রীকে। আহত দুজন ছাত্রীর নাম নেহা খাতুন ,সাবানা সুলতানা। নেহা খাতুনের শারীরিক অবস্থার অবনতির জন্য তড়িঘড়ি কলকাতা মেডিকেলে পাঠানো হয়। সন্দীপ কুমার মন্ডল (জেলা কনভেনার মাধ্যমিক পরীক্ষা) জানান,” আমাদের ভিজিলিয়ানস টিমের সদস্য এসছে,আমরা আহত দুই ছাত্রীকে দেখলাম, আমরা অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠুক” ।