Saturday, January 18, 2025
Homeখবরযাত্রীবোঝাই বাস উল্টে নিহত ১ আহত একাধিক।

- Advertisment -

যাত্রীবোঝাই বাস উল্টে নিহত ১ আহত একাধিক।

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:

আবারো ভয়াভহ পথদুর্ঘটনা, এবার উল্টে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনাস্থলেই মৃত্যু একজনের, আহত একাধিক। ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহট্টর ছাতিনা এলাকায়। খবর সূত্রে জানা যায়,সোমবার দুপুরে কৃষ্ণনগর থেকে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবোঝাই বাস টি। এরপরই তেহট্টর ছাতিনায় পৌঁছাতেই চলন্ত অবস্থায় উল্টে যায় যাত্রীবোঝাই বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আহত হয় একাধিকজন, স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে তেহটটো হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। গুরুতর জখম অবস্থায় আরো কয়েকজনকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহটটো থানার পুলিশ। উল্টে যাওয়া বাসটির ভেতরে কোন যাত্রী আটকে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই ভয়াবহ পথদুর্ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি কি কারনে এই ভয়ঙ্কর দুর্ঘটনা তা জানার জন্য তদন্ত শুরু করেছে তেহটটো থানার পুলিশ।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments