সৌগত মন্ডল
রামপুরহাট-বীরভূম
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নতুন প্রকল্প “মানুষের পাশে”। এই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্যই এদিন বীরভূম জেলার রামপুরহাট শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জল ছাত্র শিবিরের আয়োজন করা হয় মহুকুমা শাসকের অফিসের সামনে ।রাস্তার পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দেন গ্লুকোজ, শরবত ,নকুলদানা ,বাতাসা জল। এরকম ব্যবস্থাপনায় সাধারণ মানুষেরা খুবই খুশি ।
তৃণমূল ছাত্র নেত্রী পিংকি নায়েক জানান, রামপুরহাট শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন ভকত ( টিঙ্কু) এর ব্যবস্থাপনায় এই গ্রীষ্মকালে জলছত্র শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত শিবির 5 মে অব্দি চলবে, সকাল 9 টা থেকে বিকাল পাঁচটা অবধি খোলা থাকবে।