নিজস্ব সংবাদদাতা , রাজগ্রাম, বীরভূম :—পাথরবোঝাই গাড়ির উপর রাজস্ব আদায় দ্বিগুণ হয়ে যাওয়ার প্রতিবাদে, বীরভূমের রাজ গ্রামের রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ট্রাক মালিকদের । ঘটনাটি ঘটেছে গতকাল, মঙ্গলবার সকাল দশটা থেকে পাথর বোঝাই লরি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান, রাজগ্রাম মোহনপুর রাস্তার উপর হাজী বাগানের কাছে। ট্রাক মালিকদের দাবি, লকডাউনে আমাদের ব্যবসা ঠিকঠাক চলছে না। তার উপর রাজস্ব আদায় দ্বিগুণ। যেখানে ১০০ সেফটি পাথর উপর, ৪০০ টাকা করে দিতে হোত রাজস্ব আদায়। যেখানে আজ থেকে ১০০ সেফটি উপর ৮০০ টাকা করে গুনতে হচ্ছে। ট্রাক মালিকদের দাবি, তবে আমরা দিতে রাজি আছি এটা অনলাইনের মাধ্যমে করা হোক। তাদের আরও দাবি, এই হাজিমারা বাগানের অফিসে ডি সি আর রয়ালটির নামে যারা রাজস্ব আদায় নিচ্ছেন তারা স্থানীয় দাদাগিরি করে নিচ্ছেন।
কোন সরকারি দপ্তরে লোক থাকছে না। তাই আমরা রাস্তার উপর পাথর বোঝাই লরি দাড় করিয়ে প্রতিবাদে নেমেছি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামপুরহাট মহাকুমা পুলিশ আধিকারিক সহ মুরারই থানার বিশাল পুলিশ বাহিনী। এছাড়া আসেন সরকারি আধিকারিকরা রাজস্ব আদায় করার জন্য। আন্দোলনকারীদের লাঠি উঁচিয়ে সেখান থেকে তাড়ানো হয়। তারপর এক এক লরি সরকারি আধিকারিকদের কে রাজস্ব আদায়ে দিয়ে ট্রাক চালাতে শুরু করে।
রাজস্ব আদায়ে দ্বিগুণ, বিক্ষোভ ট্রাক মালিকদের
MORE NEWS -স্কুল পরিষ্কার করার হিড়িক, ব্যস্ত শিক্ষাকর্মীরা
চলতি মাসের আগামীকাল, ৪ ই ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় । দীর্ঘ দুই বছর করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ হয়েছিল। এতে স্কুলের ভিতরে আবর্জনা ও ধুলো জমা জমা হয়েছিল। আজকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার করা ও স্যানিটাইজার স্প্রে করার চিত্র দেখা গেল।CONTINUE READING
MORE NEWS -শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে অভিনব প্রতিবাদ, বাম ছাত্র সংগঠনের
স্কুল কলেজ খোলার দাবি তে এবার অভিনব কায়দায় প্রতিবাদে নামলো বাম ছাত্র সংগঠন SFI । বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে অবস্থিত আনন্দ চন্দ্র কলেজ অফ কমার্স এর সামনে রাস্তার উপরে ক্লাসরুম খুলে বসলো তারা। আজ এ ক্লাস রুমের মূল বিষয়বস্তু ছিল স্বাধীনতার 75 বছর এবং ভারতের সংবিধান।CONTINUE READING
দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা উদ্বোধন করলেন বীরভূমের জেলা শাসক।।