সৌগত মন্ডল
তারাপীঠ-বীরভূম:
২২ জানুয়ারি অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে সেই উপলক্ষে বীরভূম জেলার তারাপীঠে মহাযজ্ঞ ও পূজা অনুষ্ঠিত শুরু।
এই পূজায় উপস্থিত থাকছেন সনাতনী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই পূজা শুরু২২ ডিসেম্বর সকাল ১১ টা থেকে। সমানভাবে তারাপীঠে তারা মায়ের সেবাইদের পক্ষ থেকে বিশ্ব শান্তিযোগ্য রামের পুজো ও মায়ের পুজোর অনুষ্ঠানের পাশাপাশি গোটা মন্দির আলোক শয্যায় সজ্জিত করা হয়। পুরো ভিআইপি রোড আলোক শয্যায় সজ্জিত করা হয়, এবং অধিকাংশ হোটেল ,বাড়ি আলোক শয্যায় সজ্জিত। এলাকায় এই আলোকসজ্জাকে অকাল দীপাবলি বলে আখ্যা দিয়েছে। এই অনুষ্ঠানটি করা হয় শুধু মাত্র তারা মায়ের সেবায়ীতদের পক্ষ থেকে। সমস্তটাই সরকারি নিয়ম মেনেই এই অনুষ্ঠান শুরু।