রামপুরহাট উৎসব এর মঞ্চ কাপালেন ইমন চক্রবর্তী । ইংরেজির চলতি মাসের ১৫ থেকে ১৮ জানুয়ারি তিন দিনব্যাপী রামপুরহাট পৌরসভার উদ্যোগে রামপুরহাট উৎসব অনুষ্ঠান চলেছে রামপুরহাট মহকুমা ক্রীড়াঙ্গন মাঠে। “রামপুরহাট উৎসব” এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ। এদিন সন্ধ্যায় রামপুরহাট উৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন বিখ্যাত সংগীত শিল্পী ইমন চক্রবর্তী। বিশিষ্ট সংগীত শিল্পী ইমন চক্রবর্তীকে অনুষ্ঠানের প্রথমেই বরণ করে নেয় বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক ডক্টর আশিস ব্যানার্জি ও রামপুরহাট পৌরসভার পৌর পিতা সৌমেন ভকত । অনুষ্ঠানে প্রথম থেকেই দর্শকদের মন ছুয়ে নিয়েছে ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তীকে একবার দেখার জন্য যথেষ্ট দর্শকদের ভিড় চোখে পড়ার মত ছিল এ দিন অনুষ্ঠানে। অনুষ্ঠানের সামাল দিতে তারপর ছিলেন রামপুরহাট থানার পুলিশ প্রশাসন।