নিজস্ব সংবাদদাতা, নলহাটি -বীরভূম: দির্ঘ দিন ধরে নলহাটি বাউটিয়া বাইপাস রাস্তার অবস্থা বেহাল, রাস্তায় জল ঢেলেই দায় সারছেন কর্তৃপক্ষ। যদিও এই রাস্তার উপর ট্রাক গুলির কাছে বেশ কয়েক যায়গায় নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা, কিন্তু হাল ফিরছে না রাস্তার। যেকোনো সময় বড়োসড়ো দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দারা জানান, বারবার প্রশাসনকে জানিয়ে ও কোনো সুরাহা মিলেনি এ রাস্তার। এলাকার মানুষ দিন গুনছে, কবে রাস্তা মেরামত হবে।
রাস্তার বেহাল দশা, হুশ নেই প্রশাসনের
MORE NEWS- হিউম্যান রাইটস ও স্বেচ্ছাসেবী সংস্থার তৎপরতায় অসুস্থ দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গতকাল রামপুরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুই বৃদ্ধ দম্পতি বহুদিন ধরে অসহায় অবস্থায় ছিল। সেই অবস্থা থেকে তাকে তুলে এনে রামপুরহাট সাহায্যের হাট ওয়েলফেয়ার সোসাইটি, রামপুরহাট থানার পুলিশ, রামপুরহাট মহকুমা শাসক ও রামপুরহাট মহুকুমাপুলিশ আধিকারিক এর যৌথ উদ্যোগে তাকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে সুষ্ঠ চিকিৎসার ব্যবস্থা করা হয়। CONTENUE READING
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক সহবাস ,অভিযোগের তীর ১ সিভিক ভলেন্টিয়ার এর দিকে
কালো কলাই দিয়ে মা কালি তৈরি করে, তাক লাগিয়ে দিলেন আব্বাস আলী
২ লড়ি সহ ৫৫ টি গরু আটক করেন নলহাটি থানার পুলিশ , শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে অভিনব প্রতিবাদ, বাম ছাত্র সংগঠনের
সাগরপাড়া Y.M.A ক্লাবের পরিচালনায় শুরু হলো ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট।
ইংরেজিতে দুটি বই লিখে বিরল প্রতিভা প্রকাশ করলেন বীরভূমের এক যুবক
কয়েকশো নকল সোনা ও আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করল বীরভূম জেলা পুলিশ
MORE NEWS – পৌরসভার ভোটের প্রার্থী তালিকা ফেক, জানালেন আশীষ ব্যানার্জি
রামপুরহাটে পৌরসভা নির্বাচনে কোন প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেস থেকে প্রকাশ করা হয়নি এবং যদি কোন প্রার্থী তালিকা বেরিয়ে থাকে এবং ঘোরাঘুরি করছে তাহলে সেটা ফেক।। কাকতালীয় বলে একটা ব্যাপার থাকে যেমন তালের উপর কাক বসল এবং তালতি পড়ে গেল কিন্তু আসল ঘটনা সেটা নয় যদি কোন কারনে কোন এক জায়গায় মিলে যায় সেটা অন্য ব্যাপার প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি।। প্রদেশ তৃণমূল কংগ্রেসের অনুমোদন এ জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রার্থী তালিকা ঘোষণা করবেন এবং সেটাই গ্রাহ্য করা হবে।। Continue Reading