নিজস্ব সংবাদদাতা
নলহাটি-বীরভূম :
সঠিক সময়ে ও ঠিকমত রেশন না দেওয়ার অভিযোগ এক রেশন ডিলারের বিরুদ্ধে।
ঘটনাটি বীরভূমে নলহাটি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জগধরী এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে ক্ষুদ্ধ জনতা।
স্থানীয় রেশন গ্রাহকদের অভিযোগ সঠিক সময় তারা কোনদিনই রেশন পান না উপরন্তু
পরিমাণেও অনেক কম দেয় দিয়ে থাকে রেশন।
রেশন বন্টনের সময়সূচীর বিজ্ঞপ্তি নেই। কবে কখন রেশন দেওয়া হবে তারও কোন সূচনা থাকে না। এমনকি সারা মাসে দোকান খোলায় অনিয়ম। টোকেন কেটেও জোটেনা রেশনসামগ্রী। চরম বঞ্চনা ও প্রতারণার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। খাদ্য দফতরে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। শেষ পর্যন্ত আজ রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখায় রেশন গ্রাহকরা। রেশন ডিলারের নাম আলো সিনহা ।