নিজস্ব সংবাদদাতা:- সোমবার, -বীরভূমের নলহাটি শহরের কয়থা গ্রামে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলো একটি নাবালিকা।ঐ নাবালিকাকে ধাক্কা মারে বালি বোঝাই একটি গাড়ি। ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেয়েটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, বালি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মেয়েটিকে ধাক্কা মারে। মেয়েটির বাড়ি কয়থা গ্রামে,নাম রেশমি খাতুন ,বয়স 11 বছর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ময়না তদন্তের জন্য মেয়েটিকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় l
সড়ক দূর্ঘটনায় প্রান গেলো এক নাবালিকা সাইকেল আরোহীর
MORE NEWS – রাজস্ব আদায়ে দ্বিগুণ, বিক্ষোভ ট্রাক মালিকদের
রাজগ্রাম, বীরভূম :—পাথরবোঝাই গাড়ির উপর রাজস্ব আদায় দ্বিগুণ হয়ে যাওয়ার প্রতিবাদে, বীরভূমের রাজ গ্রামের রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ট্রাক মালিকদের । ঘটনাটি ঘটেছে গতকাল, মঙ্গলবার সকাল দশটা থেকে পাথর বোঝাই লরি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান, রাজগ্রাম মোহনপুর রাস্তার উপর হাজী বাগানের কাছে। ট্রাক মালিকদের দাবি, লকডাউনে আমাদের ব্যবসা ঠিকঠাক চলছে না। তার উপর রাজস্ব আদায় দ্বিগুণ। যেখানে ১০০ সেফটি পাথর উপর, ৪০০ টাকা করে দিতে হোত রাজস্ব আদায়। যেখানে আজ থেকে ১০০ সেফটি উপর ৮০০ টাকা করে গুনতে হচ্ছে। ট্রাক মালিকদের দাবি, তবে আমরা দিতে রাজি আছি এটা অনলাইনের মাধ্যমে করা হোক। তাদের আরও দাবি, এই হাজিমারা বাগানের অফিসে ডি সি আর রয়ালটির নামে যারা রাজস্ব আদায় নিচ্ছেন তারা স্থানীয় দাদাগিরি করে নিচ্ছেন।
কোন সরকারি দপ্তরে লোক থাকছে না। তাই আমরা রাস্তার উপর পাথর বোঝাই লরি দাড় করিয়ে প্রতিবাদে নেমেছি। CONTINUE READING
MORE NEWS -বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক সহবাস ,অভিযোগের তীর ১ সিভিক ভলেন্টিয়ার এর দিকে
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কলেজ ছাত্রীকে দিনের পর দিন সহবাস করার অভিযোগ উঠলো সিভিক ভলেন্টিয়ার প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনার ব্যাপারে বেশ কিছু দিন আগে ইংরেজ বাজার মহিলা থানায় ওই যুবতী লিখিত অভিযোগ দায়ের করলে ও পুলিশ কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। অবশেষে শুক্রবার সিভিক ভলেন্টিয়ার প্রেমিকের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত নালিশ জানিয়েছেন ওই যুবতী। আগামী তে পুলিশ কোন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এ ব্যাপারে মানবাধিকার কমিশন এবং আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন অভিযোগকারী ওই ছাত্রী।CONTINUE READING