সম্পত্তির ভাগ নিয়ে বচসার জের, ঘুমন্ত ভাইকে গলা কেটে খুন করল দাদা এলাকায় শোকের ছায়া। পারিবারিক সম্পত্তির ভাগ নিয়ে বচসা। তার জেরেই ছোট ভাইকে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের মুরারই থানার দরগাতলা এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। নিহতের নাম আবসার আলি। বয়স ২২। পরিবারের সদস্যের অভিযোগ, রাতে ঘুমন্ত অবস্থাতেই ভাইকে গলা কেটে খুন করে হানি আব্বাস আলি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত একটা নাগাদ হানি আব্বাস আলি ধারাল অস্ত্র দিয়ে ভাই আবসার আলির গলা কেটে দিয়ে খুন করে। তারপরই বাড়ি থেকে পালিয়ে যায়।
খবর জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে মুরারোই থানার পুলিশ। মঙ্গলবার সকালে বড় ছেলের নামে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেন শেরবান শেখ। ইতিমধ্যেই পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
সম্পত্তির জেরে খুন করল, ছোট ভাইকে।
More News – নবদ্বীপে বিজেপি প্রার্থীদের প্রচারে, বিজেপির রাজ্য সহ-সভাপতি মাহফুজা খাতুন
কমল দত্ত – নবদ্বীপ- নদীয়া: নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী অপর্ণা নন্দির সমর্থনে ভোট প্রচারে আসলেন বিজেপি নেত্রী তথা রাজ্য সহ-সভাপতি মাফুজা খাতুন। মঙ্গলবার দুপুরে প্রার্থী অপর্ণা নন্দি সহ বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে ওয়ার্ডের অন্তর্গত হরিতলা তেঘরিপাড়া বাজার সহ প্রতিটি এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে বাড়ি বাড়ি পৌঁছে নির্বাচনী প্রচার করেন মাফুজা খাতুন। পাশাপাশি এলাকার মানুষ জন Continue Reading
More News – নাচের আসরে ফিল্মি কায়দায় টাকা ওড়াচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা ,ভাইরাল ভিডিও ।
নিজস্ব সংবাদদাতা, মুরারই- বীরভূম: নাচের আসরে ফিল্মি কায়দায় টাকা ওড়াচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা ,ভাইরাল ভিডিও বিতর্ক। ঘটনাটি বীরভূম জেলার তৃণমূল নেতা , তথা খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ কুমার ভকাত উরফে বাবলু ভগত। তার গেট মিনিটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল। তিনি ভিডিওর শেষের দিকে এক তরুনীর সঙ্গে নাচের তালে তাল মিলিয়ে টাকা ওড়াচ্ছেন। এই নোংরা ভিডিও দেখে রাজনৈতিক মহলে নানান বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী পার্টির নেতারা বলেন হারামের টাকা কোথায় রাখবে এই ভাবেই ওড়াচ্ছে। Continue Reading