Friday, December 13, 2024
Homeখবরসাংবাদিকদের কাজে বাধা ও অত্যাচার করার বিরুদ্ধে গণ ডেপুটেশন জমা মহকুমা শাসককে...

- Advertisment -

সাংবাদিকদের কাজে বাধা ও অত্যাচার করার বিরুদ্ধে গণ ডেপুটেশন জমা মহকুমা শাসককে ।

সৌগত মন্ডল – রামপুরহাট-বীরভূম: সাংবাদিকের নামে ইভিএম ভাঙ্গার কেস দেওয়ার প্রতিবাদে মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। গত ২৭ এ  ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে রামপুরহাট ১৭ নম্বর ওয়ার্ডের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন আনন্দবাজার পত্রিকার চিত্র সাংবাদিক সব্যসাচী ইসলাম তার বিরুদ্ধে পুলিশ ই ভি এম মেশিন ভাংচুরের অভিযোগ দায়ের করেছে। কিন্তু বাস্তবে তিনি ১৭ নাম্বার ওয়ার্ডের ই ভি এম ভাঙ্গার ছবি তোলার জন্য নির্বাচন কমিশনের বৈধ পরিচয় পত্র সহ প্রবেশ করেছিলেন। তারপরে পুলিশের সঙ্গে তার তর্কবিতর্ক হয় এবং বেশ কিছুক্ষণ পুলিশ তাকে বুথের মধ্যে আটকে রাখে দরজা বন্ধ করে পরে অন্যান্য সাংবাদিকরা সেখানে পৌঁছালে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। সাংবাদিকদের

পরে পুলিশ প্রিজাইডিং অফিসার কে দিয়ে তার নামে অভিযোগ দায়ের করে তিনি ই ভি এম মেশিন ভাঙচুর করতে এসেছিলেন। তারই প্রতিবাদে বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামপুরহাট শাখার উদ্যোগে আজ রামপুরহাট মহকুমার সমস্ত সাংবাদিকরা মিলিত হয়ে মহাকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত জানান ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্ট এসোসিয়েশন এর রামপুরহাট শাখার অন্যতম সদস্য সংবাদিক আশিষ মন্ডল।

সাংবাদিকদের কাজে বাধা ও অত্যাচার করার বিরুদ্ধে গণ ডেপুটেশন জমা মহকুমা শাসককে ।

কাচা বাদাম গানের শষ্ট্রাকে রাজ্য পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা। , ছেলের বাড়ির দাবি অনুযায়ী যৌতুক না দিতে পারায়, অপমানে আত্মঘাতী স্কুল ছাত্রী

অকাল বর্ষণের ফলে চিন্তার হাত মাথায় মৃৎশিল্পী ও কৃষকরা , স্কুল পরিষ্কার করার হিড়িক, ব্যস্ত শিক্ষাকর্মীরা

দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা উদ্বোধন করলেন বীরভূমের জেলা শাসক।। , বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, শতাধিক কর্মী । 

More News – মুর্শিদাবাদ ফুড ফ্যাস্টিভ্যালে সৃষ্টিরূপেনর ফ্যাশন শো

প্রান্তিক চ্যাটার্জী – বহরমপুর-মুর্শিদাবাদ:পুর যুদ্ধের দামামা বাজচ্ছে চারিদিকে তারই মধ্যে বহরমপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত চলছে ফুড ফ্যাস্টিভ্যাল, গত কাল অর্থাৎ 27শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল এ সৃজন টিমের সৃষ্টি রূপেণ বিভাগের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। যার থিম ছিল সনাতন ভারতীয় পোশাক। Ramp walk choreography করেন অনির্বাণ সরকার। জুয়েলারী স্পন্সর টুম্পা বুটিক ও জুয়েলারী সেন্টার, স্টোল স্পন্সর আলোড়ন, মেকাপ এ Piku’s make over। Continue Reading

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments