Saturday, December 14, 2024
Homeজেলাসাগরপাড়া Y.M.A ক্লাবের পরিচালনায় শুরু হলো ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট।

- Advertisment -

সাগরপাড়া Y.M.A ক্লাবের পরিচালনায় শুরু হলো ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট।

রবীন হালদার – ডোমকল-মুর্শিদাবাদ :-  মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের অন্তর্গত সাগরপাড়া এলাকার Y.M.A ক্লাবের পরিচালনায় যে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গতকাল ০৬/০৯/২০২১ তারিখ প্রথম খেলার শুভ উদ্বোধন হল সাগর পাড়া উচ্চ বিদ্যালয় ময়দান প্রাঙ্গণে , উক্ত খেলায় উপস্থিত ছিলেন সাগরপাড়া Y.M.A ক্লাবের সেক্রেটারি ও বিভিন্ন সদস্য ও সদস্যা বৃন্দ । উক্ত খেলায় মাঠে অংশগ্রহণকারী দল দুটি হল সাগরপাড়া Y.S.A ক্লাব বনাম খাঁনপুর বাগানপাড়া তরুণ সংঘ । সাগরপাড়া Y.S.A.ক্লাব 03গোলে জয়ী হন এবং খাঁনপুর বাগানপাড়া তরুণ সংঘ 02 গোল দিয়ে পরাজিত হন। খেলাটি কে কেন্দ্র করে, যথেষ্ট এলাকাবাসীর উচ্ছাস চোখে পড়ার মতো ছিল।

সাগরপাড়া Y.M.A ক্লাবের পরিচালনায় শুরু হলো ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট।

MORE NEWS -কৌশিকী অমাবস্যায় জৌলুসহীন ও ভক্ত শূন্য তারাপীঠমন্দির

আজ 6 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা , আজকের দিনে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয় ।পুরাণে কথিত আছে , অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়া তপস্যা শুরু করেন আরাধনায় সন্তুষ্ট হয়ে ‘ দেবী মহামায়া মানস সরোবরের জলে স্নান করে কালো রং ত্যাগ করে কৌশিকী রূপ ধারণ করেন সেই রূপে দেবী শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর কে বধ করে , দেবতাদের রক্ষা করে । এই তিথিতে সেই দিন থেকে পাপের বিনাশ করার জন্য তারাপীঠ সহ বিভিন্ন তীর্থস্থানে মা তারা কে কৌশিকী রূপে পূজা করা হয় । আজকের এই তিথিতে তন্ত্রসাধনার এক বিশ্বের সেরা দিন হিসেবে ধরা হয়। কথিত আছে , আমাবস্যার এই বিশেষ তিথিতে সাধক বামাখ্যাপা তারাপীঠ মহাশ্মশানে শিমুল গাছের তলায় মা তারার আরাধনা করে , সিদ্ধিলাভ করে ।

প্রত্যেক বছর দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে লক্ষাধিক মানুষ মা তারার মন্দির ভিড় জমায় , এই বিশেষ দিন পুজো দিতে । আজকে মাতারাকে বিশেষ ভোগ হিসেবে নিবেদন করা হয় , চ্যাং মাছ পোড়া , অন্নের ভোগ , বিভিন্ন সবজি ভাজাভুজি , পায়েস এই সবকিছু ।এছাড়া শ্শ্মশানে ভিড় করেন সাধু থেকে তান্ত্রিকরা ।CONTINUE READING

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক সহবাস ,অভিযোগের তীর ১ সিভিক ভলেন্টিয়ার এর দিকে

মূর্তির বায়না না পাওয়ায় চিন্তার হাত মাথায়, মৃৎশিল্পীদের

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে অভিনব প্রতিবাদ, বাম ছাত্র সংগঠনের

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments