Saturday, December 14, 2024
Homeখবরসাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনার শিকার এক স্কুলছাত্রী, স্কুল যাওয়ার সময়

- Advertisment -

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনার শিকার এক স্কুলছাত্রী, স্কুল যাওয়ার সময়

অরিজিৎ মাইতি – মহিষাদল-পূর্ব মেদিনীপুর: কোভিড কে দূরে সরিয়ে রেখে সচল হচ্ছিল জন জীবন। খুলেছিল স্কুল কলেজ, এরই মাঝে শনিবার সাতসকালে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনার শিকার এক স্কুলছাত্রী, স্কুল যাওয়ার সময় পিষ্ট হয়ে যায় লরির চাকায়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেপরোয়া গতিতে থাকা একটি লরি পিষে দেয় ওই স্কুল ছাত্রীকে, প্রায় 500 মিটার চাকার তলায় হিঁচড়ে নিয়ে যায় তাকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ওই মৃত স্কুল ছাত্রীর নাম শায়ন্তনি বেরা, পূর্ব মেদিনীপুরের মহিষাদল নাটসাল ২ অঞ্চলের বাসিন্দা মহিষাদল গয়েশ্বরী গার্লস হাই স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী।

ঘটনাস্থলে উত্তেজিত জনতা লরিটি আটক করে এবং বিক্ষোভ দেখানো শুরু করে, ঘটনাস্থলে মহিষাদল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘদিন ধরেই বাসিন্দাদের অভিযোগ ছিল সামনে গার্লস কলেজ, এবং ওই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার ছাত্র-ছাত্রী যাতায়াত করেন, এর সাথে সাথে বেপরোয়া গতিতে বাস এবং লরি চলাচল করে। বারংবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো লাভ,তাই তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনার শিকার এক স্কুলছাত্রী, স্কুল যাওয়ার সময়

সাংবাদিকদের কাজে বাধা ও অত্যাচার করার বিরুদ্ধে গণ ডেপুটেশন জমা মহকুমা শাসককে ।

ছাত্রনেতা আনিস খুনের সিবিআই তদন্তের দাবি ,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

বিজেপির ফ্ল্যাগ-ব্যানার ছিঁড়ে ফেলায়, বিক্ষোভ কর্মী-সমর্থকদের ,

বামফ্রন্টের পক্ষ থেকে ডেপুটেশন জমা মহকুমা শাসকের কাছে।  ,

নিরাপত্তার দাবীতে এবার আন্দোলনে কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ।

বাংলার সংগীত সমাজের আরো এক নক্ষত্রের পত্তন ,প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

More News – যাত্রীবোঝাই বাস উল্টে নিহত ১ আহত একাধিক।

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: আবারো ভয়াভহ পথদুর্ঘটনা, এবার উল্টে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনাস্থলেই মৃত্যু এক জনের, আহত একাধিক। ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহট্টর ছাতিনা এলাকায়। খবর সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কৃষ্ণনগর থেকে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবোঝাই বাস টি। এরপরই তেহট্টর ছাতিনায় পৌঁছাতেই চলন্ত অবস্থায় উল্টে যায় যাত্রীবোঝাই বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের, আহত হয় একাধিক জন, স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েক জনকে তেহটটো হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। গুরুতর জখম অবস্থায় আরো কয়েক জনকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহটটো থানার পুলিশ। Continue Reading

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments