বিপিন পাল
পান্ডবেশ্বর-পশ্চিম বর্ধমান:-
সাত সকালে মৃতদেহ উদ্ধার পশ্চিমবর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে। মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। জানা যায় মৃতের নাম সরোজ সনি, বয়স আনুমানিক ৪০ বছর, বিহারের মতিহারি জেলার খেজুরিয়ার বাসিন্দা।
স্থানীয় এক বাসিন্দা জানান, পাণ্ডবেশ্বরের ডিভিসি পাড়ায় নালা সংস্কারের কাজ চলছে। আর সেই নালা থেকে উদ্ধার মৃতদেহ। তিনি আরও জানান, পাণ্ডবেশ্বরের ডিভিসি পাড়ার বাসিন্দা দেবু মুখার্জির বাড়ির দরজার সামনে নতুন নির্মিত নালায় মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পান্ডবেশ্বর থানায়। পাণ্ডবেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দূর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত ব্যাক্তি পাণ্ডবেশ্বরের বাসিন্দা নন বলে তিনি জানান। তিনি জানান বিহারের মতিহারি জেলার খেজুরিয়ার বাসিন্দা সরোজ সনি। তিনি পাণ্ডবেশ্বরে এক বেসরকারি কয়লা খনিতে কর্মরত ছিলেন।
প্রশ্ন উঠছে মৃতদেহটি কিভাবেই বা এখানে এল এবং কিভাবেই বা হলো তার মৃত্যু। সমস্ত ঘটনাকে ঘিরে বেঁধেছে রহস্যের দানা।
ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।