নিজস্ব সংবাদদাতা, সিউড়ি-বীরভূম: পৌরসভা ভোট হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। চলতি ইংরেজি মাসের ২৭শে ফেব্রুয়ারি দিন ক্ষণ ঠিক হয় বীরভূমের পৌরসভা ভোটের। পৌরসভা ভোটকে কেন্দ্র করে, বীরভূমের রাজনৈতিক আবহাওয়া যথেষ্ট উত্তপ্ত। রাজনীতির ময়দানে কেউ কাউকে এক চুলও ছাড়তে নারাজ। আসন্ন পৌরসভা নির্বাচনে সিউড়ী পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রশান্ত হাজরার সমর্থনে ঢাকের বাজনা সহকারে আজ ভোট প্রচারে উপস্থিত সুদীপ দাস (রাজ্য বিজেপি এস.সি মোর্চার সভাপতি), বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় ধ্রুব সাহা সহ একাধিক কার্যকর্তাগন। সাধারণ মানুষের যথেষ্ট উৎসাহ দেখা যায়। বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, বিপুল পরিমাণে ভোট পেয়ে , বীরভূম জেলায় সকল বিজেপি প্রার্থীরা জয়ী হবেন। সিউড়িতে
সিউড়িতে জোরকদমে ভোট প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থীরা
বিজেপির ফ্ল্যাগ-ব্যানার ছিঁড়ে ফেলায়, বিক্ষোভ কর্মী-সমর্থকদের
নিরাপত্তার দাবীতে এবার আন্দোলনে কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ।
বাংলার সংগীত সমাজের আরো এক নক্ষত্রের পত্তন ,প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়
দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা উদ্বোধন করলেন বীরভূমের জেলা শাসক।।
রাজস্ব আদায়ে দ্বিগুণ, বিক্ষোভ ট্রাক মালিকদের , বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, শতাধিক কর্মী ।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক সহবাস ,অভিযোগের তীর ১ সিভিক ভলেন্টিয়ার এর দিকে
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে অভিনব প্রতিবাদ, বাম ছাত্র সংগঠনের , কৌশিকী অমাবস্যায় জৌলুসহীন ও ভক্ত শূন্য তারাপীঠমন্দির
More News – হু ইজ সুকান্ত মজুমদার? সুকান্ত মজুমদার কে সিবিআই তদন্ত করার?
গৌতম পাল : ইসলামপুর- উত্তর দিনাজপুর – আমতা ঘটনার প্রসঙ্গে রবিবার ইসলামপুর বাস টার্মিনাসে আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে এভাবেই আক্রমণ করেন পরিবহন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীকে বারবার কটাক্ষ করেন। তিনি বলেন কোন সুস্থ মস্তিষ্কের লোক বিজেপি তে থাকতে পারে না। নির্বাচনের প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন বিরোধীকে একটি ভোট নয়, যদি ভোট চাইতে আসে তাহলে টাকা ধরিয়ে দিন বাইরে গিয়ে কিছু কিনে খেয়ে নেবে । অন্যান্যদের মধ্যে এ দিনের জন সভায় উপস্থিত ছিলেন ইসলাপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, ইটাহারের বিধায়ক মুসারফ হোসেন, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল Continue Reading