সৌগত মন্ডলনলহাটি-বীরভূম :- দিন দুপুরে দুঃসাহসিক গুলি চললো। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি শহরের 3 নম্বর ওয়ার্ডে ইন্দিরা নগর এলাকায়। আজ দুপুর 1 টা নাগাদ হঠাৎ একটা বিকট আওয়াজ ওঠে। ঘটনাস্থলে ছুটে গেলে, দেখা যায় 19 বছরের মেয়ের নিথর দেহ পড়ে আছে। মেয়েটার নাম নিকিতা খাতুন ,বাবার নাম রাজু শেখ । নিকিতার মা জানান ,নিকিতা ফার্স্ট ইয়ারের ছাত্রী ,অভিযুক্ত ব্যক্তির নাম মহিউদ্দিন জামান (বিরু) তার বাড়ি মুর্শিদাবাদ মহিসার এলাকায় এবং তাদের পাশের বাড়িতে ভাড়াটিয়া থাকেন বিরূপ ও তার স্ত্রী এবং তাঁর একটি ছোট্ট শিশু আছেন, তার সঙ্গে তার মেয়ে নিকিতা খেলাধুলা করে ।
আজ দুপুরে হঠাৎ একটি আওয়াজ হয় তারপর দেখে নিকিতা পড়ে আছে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে এবং দুষ্কৃতী বিরু সেখ পালাতক । নিকিতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে । ঘটনাস্থল তদন্ত করছে নলহাটি থানার পুলিশ । পুলিশ সূত্রে জানান , খুব দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে । নলহাটি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠায় ।
স্বামী-স্ত্রীর ঝগড়ায় চললো গুলি, নিহত এক কলেজ ছাত্রী
MORE NEWS – সঙ্গীত সমাজের আরো এক উজ্জ্বল নক্ষত্রের পতন ।
লতা মঙ্গেশকর — জন্ম: ২৮ সেপ্টেম্বর, ১৯২৯-৬ ফেব্রুয়ারী, ২০২২) ভারতের একজন স্বনা মধন্য গায়িকা। তিনি দশ হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। ১৯৮৯ সালে ভারত সরকার তাকে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। তার অবদানের জন্য ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয় ।
এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীত শিল্পী। ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাবে ভূষিত করে। তিনি ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, ৪টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কার , ২টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্ম ফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন । ১৯৭৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন । CONTINUE NEWS