সৌগত মন্ডল
রামপুরহাট-বীরভূম:
দীর্ঘদিন ৩ মাস নিখোঁজছিলেন বীরভূম জেলার নলহাটি থানার এক মহিলা । পরিবার সূত্রে জানা যায়, ওই মহিলা ভারসাম্যহীন, কথাবার্তা বলতে পারে না। গতকাল অর্থাৎ ৬ই মে রামপুরহাট থানার অন্তর্গত আটলা গ্রামের একটি রাস্তার ধারে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য দেখতে পান,ওই মহিলাকে। তারপরেই তিনি রামপুরহাট থানাই নিয়ে আসেন, তারপর পুরো বিষয়টি জানা যায়। রামপুরহাট থানা থেকে গতকালকে পাঠানো হয়েছিল একটি হোমে। সেই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারের পর এই আজকে অর্থাৎ 7 মে পরিবারের লোকেরা রামপুরহাট থানায় যোগাযোগ করেন এবং আজকে থানায় ওই মহিলাকে তার বাড়ির হাতে তুলে দেওয়া হয়। রামপুুরা থানার এএসআই জহিদুল ইসলাম জানান, “রামপুরহাট সাহায্যের হাত ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা মিসিং মহিলাকে রেস্কিউ করে, আমাদের রামপুরহাট থানায় আনেন, তার পরেই আমরা উনাকে উনার সেফটির জন্য স্থানীয় একটি হোমে আমরা ওনাকে রাখি, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার পরে তার পরিবারের লোকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে আমরা ওনাকে তার পরিবারের হাতে তুলে দিলাম ” ।
এক কথায় বলা যায় রামপুরহাট থানার বড়ো সাফল্য।