সৌগত মন্ডল
রামপুরহাট-বীরভূম:
রাজৈরে জাকিয়ে শীত পড়েছে, পাশাপাশি রাজ্যের জেলাগুলিতেও হারহিম করা শীতের দাপটে অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ। এই শীতকালে দুস্থ ও দরিদ্র মানুষদের কথা ভেবে এদিন,বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তরগত কুসুম্বা এবং নারায়ণপুর অঞ্চল এ প্রায় ৩০০ জন দুঃস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেন কলকাতা থেকে আগত একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই হার কাঁপানো শীতে, শীতবস্তু পেয়ে খুবই আনন্দিত সাধারণ মানুষেরা। সমস্ত অনুষ্ঠনটির আয়োজন করা হয়েছে কলকাতা সংলগ্ন সোনারাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে । সংস্থার পক্ষ থেকে সারা বছরই বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন, কখনো বস্ত্র, কখনো বা অন্য।
বীরভূমের রামপুরহাট থেকে ক্যামেরায় সায়ন ভান্ডারির সঙ্গে সৌগত মন্ডল এর রিপোর্ট বীরভূমের কণ্ঠ