গৌতম পাল : ইসলামপুর- উত্তর দিনাজপুর – আমতা ঘটনার প্রসঙ্গে রবিবার ইসলামপুর বাস টার্মিনাসে আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে এভাবেই আক্রমণ করেন পরিবহন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীকে বারবার কটাক্ষ করেন। তিনি বলেন কোন সুস্থ মস্তিষ্কের লোক বিজেপি তে থাকতে পারে না। নির্বাচনের প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন বিরোধীকে একটি ভোট নয়, যদি ভোট চাইতে আসে তাহলে টাকা ধরিয়ে দিন বাইরে গিয়ে কিছু কিনে খেয়ে নেবে ।
অন্যান্যদের মধ্যে এ দিনের জন সভায় উপস্থিত ছিলেন ইসলাপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, ইটাহারের বিধায়ক মুসারফ হোসেন, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল, ও জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন সতেরটি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরাও। ইসলামপুরে জনসভা শেষে তিনি ইটাহারের জনসভার উদ্দেশ্যে রওনা দেন।
হু ইজ সুকান্ত মজুমদার? সুকান্ত মজুমদার কে সিবিআই তদন্ত করার?
কাচা বাদাম গানের শষ্ট্রাকে রাজ্য পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা। , ছেলের বাড়ির দাবি অনুযায়ী যৌতুক না দিতে পারায়, অপমানে আত্মঘাতী স্কুল ছাত্রী
বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন জমা ,রামপুরহাট মহকুমা শাসকের কাছে।
More News- মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত এক বাইক রাইডার
সৌগত মন্ডল – বীরভূম-নলহাটি: রাজ্যে ফের মর্মান্তিক বাইক দুর্ঘটনা। এই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১ জন বাইক আরোহীর। নলহাটি থানার অন্তর্গত ডিহা এলাকায় নলহাটি রাজগ্রাম সড়কের উপরে এই ভয়াবহ বাইক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটিকে কেন্দ্র করে , চরম উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আজ শনি বার সকাল 10:30 নাগাদ এই ঘটনা ঘটেছে। Continue Reading
More News- বিজেপির ফ্ল্যাগ-ব্যানার ছিঁড়ে ফেলায়, বিক্ষোভ কর্মী-সমর্থকদের
কমল দত্ত, নদীয়া: রাতের অন্ধকারে বিজেপির ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শান্তিপুর 2 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে বিজেপির পক্ষ থেকে গোটা ওয়ার্ডে লাগানো হয়েছিল বিজেপির ব্যানার ফেস্টুন দলীয় ফ্ল্যাগ। 2 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তিথি দাস সরকারের অভিযোগ গভীর রাতে দুষ্কৃতীরা তাদের দলীয় ব্যানার-ফেস্টুন ফ্ল্যাট ছিড়ে দেয়। গতকাল রাতের এই ঘটনায় রবিবার সকালে ক্ষোভে ফেটে পড়ে ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকরা। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানাবে বলে জানান বিজেপি প্রার্থী তিথি দাস সরকার। Continue Reading