Saturday, April 19, 2025
Homeজেলাবীরভূম২ লড়ি সহ ৫৫ টি গরু আটক করেন নলহাটি থানার পুলিশ

- Advertisment -

২ লড়ি সহ ৫৫ টি গরু আটক করেন নলহাটি থানার পুলিশ

এদিন বিকাল ৩:৩০ টা নাগাদ নলহাটি থানার পুলিশ গোপন সূত্রের খবর অনুযায়ী ঝাড়খন্ডের দিক থেকে দুটি লড়ি করে নিয়ে আসা প্রায় ৫৫টি গরু আটক করে।এই গাড়ী দুটির গ্ৰন্তব্য ছিলো মালদা। নলহাটি থানার ওসি তপায় বিশ্বাস তাঁর পুলিশ ব্যাটেলিয়ন নিয়ে পূর্বের গোপন সূত্রের খবর অনুযায়ী বৈধরা সেতুর কাছে আটক করে।গাড়ীচালক ও খালাসীর কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ তৎক্ষণাৎ তাদেরকে গ্ৰেফতার করে এবং গরুসহ লড়ি দুটোকে সিজড করেন, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেন।আজ রামপুর হাট কোর্টে চালান করা হলো।

২ লড়ি সহ ৫৫ টি গরু আটক করেন নলহাটি থানার পুলিশ

MORE NEWS – বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কলেজ ছাত্রীকে দিনের পর দিন সহবাস করার অভিযোগ উঠলো সিভিক ভলেন্টিয়ার প্রেমিকের বিরুদ্ধে । এই ঘটনার ব্যাপারে বেশ কিছু দিন আগে ইংরেজবাজার মহিলা থানায় ওই যুবতী লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। অবশেষে শুক্রবার সিভিক ভলেন্টিয়ার প্রেমিকের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত নালিশ জানিয়েছেন ওই যুবতী। আগামীতে পুলিশ কোন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এব্যাপারে মানবাধিকার কমিশন এবং  আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন অভিযোগকারী ওই ছাত্রী।

পৌরসভার ভোটের প্রার্থী তালিকা ফেক, জানালেন আশীষ ব্যানার্জি

ইংরেজিতে দুটি বই লিখে বিরল প্রতিভা প্রকাশ করলেন বীরভূমের এক যুবক

রথযাত্রা ২০২১: উৎসবের তিথি, নির্ঘন্ট ও পুজো বিধি দেখুন

দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের আশ্রমের উদ্যোগে ৫০০ জন দুঃস্থ মানুষদের বস্ত্র প্রদান*

 

মালদা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পরিচয়ের পরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। কয়েক বছর ধরেই তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে বলে জানিয়েছেন ওই কলেজ ছাত্রী। এরপর তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত ওই যুবক। এমনকি বিয়ের জন্য রেজিস্ট্রি করার ক্ষেত্রে একটি কাগজে সই করিয়ে নেয় ওই যুবতীর। আর তারপর থেকেই শুরু হয় গোলমাল। পরে ওই যুবতীকে বিয়ে করার ক্ষেত্রে প্রত্যাখ্যান করে ওই যুবক। বিষয়টি জানতে পেরে ওই যুবকের বাড়িতে যোগাযোগ করে সে‌। কিন্তু তাকে শাসানি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ । পরে পুরো বিষয়টি নিয়ে ইংরেজবাজার মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। CONTENUE READING

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments