সৌগত মন্ডল
রামপুরহাট-বীরভূম
দিন দিন রাজ্যের, বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হচ্ছে। তেমনি এই চিত্র দেখা গেল বীরভূমের রামপুরহাটে।
কৃষাণ মান্ডি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার বোমা ।আজ সকালে রামপুরহাট পৌর সভার 2নম্বর ওয়ার্ডের কৃষাণ মান্ডির পাঁচিল সংলগ্ন ফাঁকা যায়গায় তিনটি বোমা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা ।রামপুরহাট থানার পুলিশ খবর পেয়ে ওই এলাকা ঘিরে রেখেছে । যদিও পুলিশ ওই গুলো বোমা না অন্য কিছু ,তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা যায়,তবে বোম স্কোয়ার্ডকে খবর দেওয়া হয়, তারপর দুপুর দুটো নাগাদ বোম স্কোয়ার্ড টিম এসে বোম গুলি নিস্কীয় করে ফাঁকা মাঠে। এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।