সৌগত মন্ডল – বোলপুর-বীরভূম :-উর্দিধারী দেরকে অনেক সময় আমরা কুদৃষ্টিতে দেখি , পুলিশ নাকি তোলাবাজ , কিন্তু কিছু কিছু সময় তাদের প্রতি আমাদের বিশ্বাস এবং সম্মান অনেক বড় হয়ে যায় , তেমনই নজির করল বোলপুর থানার পুলিশ , পুলিশ মানে আমাদের সম্পদ । চলতি মাসের গত ১৩ ই সেপ্টেম্বর রাত্রিতে , নানুর থানার অন্তর্গত সাতরা গ্রামের বাসিন্দা , রতন শেখ নামে ৩০ বছরের যুবক ৬ টি বাইক চুরি করে । গতকাল ১৫ই সেপ্টেম্বর রাত্রে সেগুলি উদ্ধার করে বোলপুর থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে বোলপুর চিত্রা মোড় থেকেই বাইক গুলো পাওয়া গেছে । সাধারণ মানুষ , বীরভূম জেলা পুলিশ ও বোলপুর থানার পুলিশ আধিকারিকদের অনেক কুর্নিশ জানাচ্ছে
৬টি বাইকসহ ১ জনকে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ।
MORE NEWS -বীরভূম জেলা পুলিশের উদ্যোগে বিশ্বকর্মা পুজো শুভ উদ্বোধন
পরিবহন বিভাগ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে বিশ্বকর্মা পূজার শুভ উদ্বোধন করেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী মহাশয় । উপস্থিত ছিলেন বোলপুর সহ পুলিশ সুপার মহাশয় সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ।প্রথমেই ফিতে কেটে মন্দিরের শুভ দারোঘাটন করেন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী মহাশয় । প্রদীপ জ্বালিয়ে, এবং পুষ্প দিয়ে বিশ্বকর্মার আরাধনা করলেন পুলিশ সুপার মহাশয় । পরে মঞ্চে অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন । অতিথিদের বরণ করা হয় পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে । তারপর উপস্থিত বেশ কিছু মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।এবং উপস্থিত শিশুদের চকলেট ও মিষ্টি বিতরণ করা হয় । CONTINUE READING
MORE NEWS – বিশ্বকর্মা পুজোর ইতিকথা
বাঙালীর কাছে বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ি ওড়ানোর দিন। এই দিনে কে ঘুড়ি ওড়ায়না? প্রতি বছর কন্যাসংক্রান্তিতে বা ভাদ্রমাসের শেষ দিনে ইংরেজির সেপ্টেম্বর মাসের ১৬ কিংবা ১৭ তারিখে এই পুজো অনুষ্ঠিত হয়।কথিত আছে যে দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহর, রামায়নে উল্লিখিত লঙ্কা নগরী বিশ্বকর্মা ঠাকুর স্বয়ং নির্মাণ করেছিলেন। এছাড়ও বিভিন্ন দেবতাদের অস্ত্র, বাহন, রথের ও নির্মাতা তিনি। লোকমুখে এও প্রচারিত আছে যে পুরীর বিখ্যাত জগন্নাথ দেবের মূর্তিরও নির্মাতা ছিলেন স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর।CONTINUE READING
প্রতিবাদ করায় ,প্রকাশ্যে পিটিয়ে খুন করা হলো ১ ব্যক্তিকে
বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু, এক কৃষকের