জে এন মুখার্জি রোডের একটি গোডাউনে পাঁচিল পড়ে একটি দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনাতে আনুমানিক পাঁচ জন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকা সূত্রে খবর এই গোডাউনে এই ঘটনা ঘটে ভোর সাড়ে চারটে নাগাদ। সেই সময় বেশ কিছু শ্রমিক এই গোডাউনের ভেতরে ঘুমোচ্ছিলেন। উপরের ছাদ পড়ে প্রায় পাঁচ জন মত শ্রমিক তার ভেতরে আটকে রয়েছে। পুলিশ ও দমকল তৎপরতার সঙ্গে কাজ করলেও তাদেরকে বের করতে অনেক সময় লাগবে। আশঙ্কা করা হচ্ছে তারা হয়তো বেঁচে নেই।যে পরিস্থিতি রয়েছে তাতে করে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও দমকল ঘটনাস্থলে রয়েছে। গোডাউনটি গেঞ্জির ছাটের।