শুক্রবার সকালেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নেপালের তানাহুন জেলায়। জানা যাচ্ছে, উত্তর প্রদেশ থেকে ৪০ জন যাত্রী নিয়ে আসছিল বাসটি। পোখারা থেকে যাচ্ছিল কাঠমান্ডুর দিকে। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে, নদীতে পড়ে যায় বাসটি। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত আরও ১৬ জন। তানাহুন জেলার ডিএসপি, দীপকুমার রায় জানিয়েছেন, এখনও পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত বাসটি মারস্যাংদি নদীর তীরেই পড়ে রয়েছে। অন্তত ১০ জন যাত্রীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই খবর ছড়িয়ে পড়তে মুহূর্তে পরিবারের মানুষেরা উদ্বিগ্ন হয়ে ওঠে।
ভারত সরকার ইতিমধ্যে যোগাযোগ করেছে নেপাল প্রশাসনের সঙ্গে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসের ৪০ জন যাত্রীই ভারতীয় পর্যটক। নেপালের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ, মাধব পাউডেলের নেতৃত্বে ৪৫ জন সশস্ত্র পুলিশ কর্মীদের একটি দল ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়েছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিয়োতে দেখা যাচ্ছে, বর্ষায় উত্তাল নদীর তীরে উল্টে পড়ে আছে বাসটি। তার একটু পাস দিয়ে একের পর এক রবারের ডিঙি নিয়ে নদীতে উদ্ধারকাজে নামছেন উদ্ধারকারীরা। দ্রুত উদ্ধারকাজ চলেছে।