নিজস্ব সংবাদদাতা, বীরভূম: দিন দিন বীরভূম জেলায় সাইবার সংক্রান্ত বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে । চোর, ডাকাত ও দুষ্কৃতীদের তাণ্ডব বেড়েই চলেছে। সাঁইথিয়া থানার অন্তর্গত বাগডাঙা মোড়ের ঘটনা। এই ঘটনায় হরিশাড়া অঞ্চলের গনপুর গ্রামের প্রসেনজিৎ বাগদী নামের এক জনকে গ্রেফতার করে সাঁইথিয়া থানার পুলিশ। তার কাছ থেকে তিন রাউন্ড গুলি সহ একটি বন্ধুক উদ্ধার হয় । অন্যদিকে জেলার সদর শহর সিউড়ী থেকে এক জনকে আটক করে সোমনাথ সিং নামে। বীরভূম জেলা পুলিশ সুপার জানান, পুরো ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি, ATM
ATM ভেঙে টাকা লুঠের চেষ্টা।
সাংবাদিকদের কাজে বাধা ও অত্যাচার করার বিরুদ্ধে গণ ডেপুটেশন জমা মহকুমা শাসককে ।
নাচের আসরে ফিল্মি কায়দায় টাকা ওড়াচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা ,ভাইরাল ভিডিও ।
ছাত্রনেতা আনিস খুনের সিবিআই তদন্তের দাবি ,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন জমা ,রামপুরহাট মহকুমা শাসকের কাছে।
ছেলের বাড়ির দাবি অনুযায়ী যৌতুক না দিতে পারায়, অপমানে আত্মঘাতী স্কুল ছাত্রী
More News- বিজেপির ফ্ল্যাগ-ব্যানার ছিঁড়ে ফেলায়, বিক্ষোভ কর্মী-সমর্থকদের
কমল দত্ত, নদীয়া: রাতের অন্ধকারে বিজেপির ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শান্তিপুর 2 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে বিজেপির পক্ষ থেকে গোটা ওয়ার্ডে লাগানো হয়েছিল বিজেপির ব্যানার ফেস্টুন দলীয় ফ্ল্যাগ। 2 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তিথি দাস সরকারের অভিযোগ গভীর রাতে দুষ্কৃতীরা তাদের দলীয় ব্যানার-ফেস্টুন ফ্ল্যাট ছিড়ে দেয়। গতকাল রাতের এই ঘটনায় রবিবার সকালে ক্ষোভে ফেটে পড়ে ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকরা। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানাবে বলে জানান বিজেপি প্রার্থী তিথি দাস সরকার। তবে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তা নিয়ে কোনো রাজনৈতিক দলের উপরে দোষ চাপায়নি বিজেপি প্রার্থী তিথি দাস সরকার। Continue Reading
More News- গাছের উপর চিতাবাঘ, এলাকায় ভিড় স্থানীয়দের
বিউরো রিপোর্ট বীরভূমের কণ্ঠ – নিজস্ব সংবাদদাতা, ধুপগুড়ি-জলপাইগুড়ি: সাত সকালে ধূপগুড়ি শহরে গাছের উপর চিতা বাঘ, চাঞ্চল্য! শুক্রবার সকালে ধূপগুড়ির পৌরসভার ৩ নং এবং ৪ নং ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় একটি জাম গাছের উপর চিতা বাঘ দেখতে পান স্থানীয়রা। চিতা বাঘটিকে দেখার জন্য সকাল থেকেই ভিড় জমে। Continue Reading