Monday, November 11, 2024
Homeখবররান্না - শুক্ত

- Advertisment -

রান্না – শুক্ত

 

আজকের রেসিপি ‘বসন্ত প্রতিষেধক শুক্ত’ –

উপকরণ

১টি করলা (স্লাইস করে কাটা),

১টা রাঙা আলু,

১ কাপ বেগুন (চৌকো করে কাটা),

১ কাপ কুমড়ো (চৌকো করে কাটা),

১০টি সজনে ডাটা,

১/২ কাপ কাঁচা পেঁপে,

১/২ কাপ ঝিঙে,

১/২ কাপ কাঁচকলা,

১/২ টেবিল চামচ সর্ষে পেস্ট,

১ টেবিল চামচ পোস্ত পেস্ট,

১ টেবিল চামচ চিনি,

১/২ কাপ দুধ,

২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো,

১ চা চামচ মেথি,

১টি গোটা শুকনো লঙ্কা,

১টি তেজ পাতা,

১ টেবিল চামচ আদা পেস্ট,

১ টেবিল চামচ ঘি, সর্ষে তেল (প্রয়োজন অনুযায়ী), নুন (দরকার মত)৷

প্রণালী –

ফ্রাইং প্যানে সর্ষে তেল গরম করুন৷ এবার তেলে বড়ি ছেড়ে সেগুলিকে বাদামি করে ভেজে নিন৷

ওই তেলে করলাগুলিকে ভালো করে ভেজে নিতে হবে৷ পেপার তোয়ালেতে জড়িয়ে বাড়তি তেল ঝড়িয়ে নিয়ে একপাশে রেখে দিন এগুলি৷

ফ্রাইং প্যানে আরও এক চামচ তেল দিয়ে ফের গরম করে নিন৷ এবার ওতে শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি দিয়ে দিন৷ মশলা ফাটতে শুরু করলে সবজিগুলি দিন৷ অল্প ভাজা ভাজা হলে ওর মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো দিতে হবে৷ অল্প আঁচে ৫ মিনিট

মতো রান্না হতে দিন৷ এবার ওতে পোস্ত এবং সর্ষে পেস্ট দিয়ে ৫ মিনিট নাড়াচাড়া করুন৷ জিরে গুঁড়ো এবং চিনি দিন৷ ১ কাপ জল দিয়ে ঢেকে দিন৷ ১৫ মিনিট মত লাগবে সবজি সেদ্ধ হতে৷ হয়ে গেলে বড়ি এবং করলা ভাজা ওতে দিন৷ আদা পেস্ট দিন৷ ৫ মিনিট নাড়াচাড়া করার পর ওর মধ্যে দুধ ও ঘি দিয়ে রান্না হতে দিন৷ ফুটতে শুরু করলে গ্যাস বন্ধ করে দিন৷ ঠান্ডা হলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments