Saturday, December 14, 2024
Homeখবররান্না- বর্ষার দুপুরে জমিয়ে হোক 'ডিম ভাপা'।

- Advertisment -

রান্না- বর্ষার দুপুরে জমিয়ে হোক ‘ডিম ভাপা’।

 

ডিম পছন্দ করেন না এমন বাঙালির সংখ্যা কম। তবে সেই গতনুগতি ওমলেট,কারি, ঝাল ও ঝোলের বাইরে এক নতুন ডিমের রেসিপি -‘ডিম ভাপা।’

উপকরণ –

ডিম

সাদা সর্ষে

পোস্ত

কালো সর্ষে

নারকেল কোরা

হলুদ গুঁড়ো

লবণ

কাঁচা লঙ্কা

সর্ষের তেল

প্রণালী –

প্রথম পর্ব – প্রথমেই সাদা, কালো সর্ষে ও পোস্ত ভিজিয়ে রাখুন। অন্তত ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর এই সর্ষে ও পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিন।

দ্বিতীয় পর্ব – মশলা বাটার সময় সামান্য নুন দিয়ে দেবেন। এবার ওই মশলায় নারকেল কোরা যোগ করে আরও একবার মিক্সিতে পেস্ট করে নিন।

তৃতীয় পর্ব – এরপর এই মশলা একটা ঢাকনা সমেত টিফিন বক্সে এই মশলাটা দিয়ে তাতে সেদ্ধ করে নেওয়া ডিম দিন। তাতে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা ও সামান্য কাঁচা তেল দিন।

চতুর্থ পর্ব – কড়াইতে জল গরম করতে দিন। এবার তাতে এই টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে বসিয়ে দিন। ১০-১৫ মিনিট ভাপানোর সময় দিয়ে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments