সৌগত মন্ডল
রামপুরহাট-বীরভুম :-
CPIM পক্ষ থেকে থানা ঘেরাও বিক্ষোভ ও অভিযান রামপুরহাটে।
সন্দেশখালিতে মূল আসামিদের শাস্তি চাই, সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্তে মুক্তি চায়, সন্দেশখালিতে মা বোনেদের সম্মান লুন্ঠিত করেছে রাজ্যের শাসক দল অথচ রাজ্য সরকার ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিদের ধরতে পারছে না এই দাবিতে থানা ঘেরাও ও বিক্ষোভ অভিযান সিপিএম পার্টির । এদিন বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত ড়াকবাংলা মোড় থেকে মিছিল শুরু হয় রামপুরহাট শহর পরিক্রমা করে এসে রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিএমের নেতা কর্মীরা। উক্ত বিক্ষোভ মিছিলে পা মেলায় cpim নেতা সঞ্জীব মল্লিক, কামাল হোসেন, সঞ্জীব বর্মন সাহা সহ একাধিক cpim কর্মীরা।