শুক্রবার রাতে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল রবীন্দ্রভারতী বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের। আর জি কর কাণ্ডের প্রতিবাদে পুলিশের অনুমতি নিয়ে রাত ১২টা থেকে ভোর পর্যন্ত তাদের ছিল প্রতিবাদ কর্মসূচি। ভোরের দিকে আচমকাই ব্যারিকেডে ধাক্কা মারে এক বাইর আরোহী। অবস্থানরত এক ছাত্রীর দাবি, ওই বাইকে লেখা ছিল পুলিশ। তিনি নিজেও জানিয়েছেন যে তিনি ডিউটি-তে রয়েছেন। তাঁদের প্রশ্ন, একজন পুলিশকর্মী মদ্যপ অবস্থায় অন ডিউটি থাকেন কী করে? সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদে গর্জে ওঠে। ওদিকে একজন কর্তব্যরত পুলিশ তাকে চলে যেতে সাহায্য করে।
এই ঘটনার পর কর্তব্যরত ওই পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। শনিবার সকাল থেকে পুলিশকর্মীকে ঘিরে চলে বিক্ষোভ। প্রশ্ন ওঠে পুলিশ এভাবে অভিযুক্তকে সাহায্য করলে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কে? সে যাইহোক,কয়েক ঘণ্টা এভাবে বিক্ষোভ চলার পর অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আগামিদিনে আর কাজ করতে দেওয়া হবে কি না, সেই বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।