Friday, December 13, 2024
Homeখবরধর্ষণ কাণ্ডে ২৫ বছরের জেল দিলো জলপাইগুড়ির পস্কো আদালত

- Advertisment -

ধর্ষণ কাণ্ডে ২৫ বছরের জেল দিলো জলপাইগুড়ির পস্কো আদালত

 

বর্তমান পরিস্থিতিতে, বিশেষ করে আর জি কর কাণ্ডের পরে ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে উত্তাল সারা ভারত। ঠিক এই পরিস্থিতিতেই শুক্রবার জলপাইগুড়ি পস্কো আদালত দিলো এক ঐতিহাসিক রায়। ময়নাগুড়ির এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ২৫ বছর কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ি জেলা পস্কো আদালতের। শুক্রবার এই নির্দেশ দেন জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক ইন্দুবর ত্রিপাঠি। একইসঙ্গে তিনি ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন। অনাদায়ের আরও এক বছরের জেল। স্বাভাবিক কারণেই এই শাস্তিতে খুশি নাগরিক মহলের বড়ো অংশ ও নাবালিকার পরিবার।

ঘটনাটি ঘটেছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে। ওই নাবালিকা তার ভাই ও অন্যান্য বন্ধুদের নিয়ে স্থানীয় একটি চা বাগানে চা গাছের ফুল তুলতে যায়। সেই সময়েই তাকে ধাওয়া করেছিল অভিযুক্ত যুবক। কিছুক্ষণের মধ্যেই মালিক এসেছে বলে চিৎকার করতে থাকে অভিযুক্ত যুবক। সেই চিৎকার শুনে বাকিরা পালালে সুযোগ বুঝে নাবালিকাকে চা বাগানের ভিতর টেনে নিয়ে যায় অভিযুক্ত। তারপরই ওই কাণ্ড। খবর পেয়ে চা বাগানে এসে নাবালিকার খোঁজ শুরু হতেই দেখা যায় তখন চা বাগান থেকে পালাচ্ছে অভিযুক্ত। কিছুক্ষণের মধ্যে বাগানের ভিতর থেকেই মেয়েকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে মা। আহত অবস্থায় তাঁকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানায় ধর্ষণের কথা। তারপরেই পুলিশ তাকে গ্রেফতার করে। অবশেষে শুক্রবার আদালত তার শাস্তি ঘোষণা করে। সরকার পক্ষের আইনজীবী দেবাশিস দত্ত বলেন, “অভিযুক্তের ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিচারক ওই নাবালিকা এবং তাঁর পরিবারকে ৪ লক্ষ টাকা দেওয়ার জন্য জেলা লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন। “

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments