গোপন সূত্রের অভিযানে আপ আম্বেদকর নগর কামাখ্যা এক্সপ্রেস ট্রেন থেকে পাচারের সময় ৩০ টি কচ্ছপ উদ্ধার করলো আর পি এফ।
শনিবার সকাল ৮ টা ৪৫ মিনিট নাগাদ আলিপুরদুয়ার জংশন রেল স্টেশনে আপ আম্বেদকর নগর এক্সপ্রেস ট্রেনে আর পি এফ অভিযান চালিয়ে বস্তা বন্দি অবস্থায় ৩০ টি কচ্ছপ উদ্ধার করে।জানাযায় গোপন সূত্রের খবরে এদিন ট্রেনের স্লিপার কোচে অভিযান চালায় আলিপুরদুয়ার জংশন আর পি এফ কর্মীরা। সেই সময় বস্তা বন্দী অবস্থায় কচ্ছপ গুলি উদ্ধার করে । অন্যান্য যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে জানাযায় ওই বস্তাটি উত্তর প্রদেশের কোনো একটি স্টেশন থেকে অসমের উদ্যেশে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। উদ্ধারের পর কচ্ছপ গুলিকে বক্সা বন দপ্তরের হাতে তুলে দেয় আলিপুরদুয়ার জংশন আর পি এফ।