মৃত সদ্যজাতের দেহ রাস্তার আবর্জনার স্তুপে ফেলে দিল সাফাইকর্মী। এমনই অভিযোগে তোলপাড় হল হাসপাতাল চত্ত্বর। জানা গিয়েছে রাতে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয় এক মৃত সদ্যজাত শিশুর দেহ। এদিন সন্ধে নাগাদ আবর্জনার স্তূপের মধ্যে একটি সদ্যজাত শিশুকে দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল ছড়ায় শিলিগুড়ি ডাঙ্গিপাড়া বিবেকানন্দ রোডে। দুইটা নাগাদ বাচ্চার জন্ম হয় চার ঘন্টা অবজারভেশন রাখে ।
স্থানীয়রা জানান আবর্জনা স্তূপ থেকে প্লাস্টিক কোরানোর সময় এক মহিলার নজরে আসে ওই সদ্যজাত শিশুর দেহটি। তারপরে স্থানীয়দের বিষয়টি জানানোর পর খবর দেওয়া হয় পুলিশকে। খালপাড়ার আউট পোস্টের পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতলে পাঠিয়ে দেয়। এরপরেই জানা যায় কালিম্পংয়ের এক বাসিন্দা তাঁর স্ত্রীকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেছিলেন। ঘটনার দিন সন্ধ্যেবেলায় ওই প্রসূতি একটি মৃত সন্তানের জন্ম দেয়। সন্তানের দেহ মাটিতে পুতে ফেলতে এক সাফাইকর্মীর শরণাপন্ন হন ওই ব্যক্তি। তিন হাজার টাকার বিনিময়ে দেহ নিয়ে যায় নিজেকে সাফাইকর্মী বলে দাবি করা অভিযুক্ত ব্যক্তি। এরপরেই দেহ আবর্জনার স্তুপে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই সাফাইকর্মীর বিরুদ্ধে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।