বিশ্বকর্মা পূজার দিন মালতিপুর স্টেশন সংলগ্ন এলাকায় সাইকেল গ্যারেজে সাইকেল রাখা কে কেন্দ্র করে তর্কবিতর্ক তারপর পিটিয়ে খুন করা হয় বলেই অভিযোগ স্থানীয় ও পুলিশ সূত্রে।ওই যুবকের নাম বিশ্বজিৎ মুন্ডা,বয়স 24, বাড়ি চৈতা পঞ্চায়েতের কুলতলা গ্রামে। দেহ লোপাট করার জন্য রাতের অন্ধকারে দেহটিকে নিয়ে মালতীপুর খালে ফেলে দেওয়া হয় । গতকাল অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং গতকাল বুধবার সন্ধ্যে ছটা নাগাদ মালতিপুর খাল থেকে উদ্ধার করে মাটিয়া থানার পুলিশ । ঘটনা কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । মূল রহস্য উদঘাটন করতে তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ ।