আর জি করের মর্মান্তিক ঘটনা থেকে কোনো শিক্ষা তো নেয় নি, বরং সমাজ বিরোধীদের হুমকির নতুন ভাষা -‘আর জি কর বানিয়ে দেবো।’ এই ঘটনাই ঘটেছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার ছিল ওই বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে। সেই উপলক্ষেই আয়োজন করা হয়েছিল এক সেমিনার। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন বক্তব্য রাখা শুরু করেন, তখন ২৫/৩০ জন দুষ্কৃতী ঢুকে তান্ডব চালায় বলেই অভিযোগ।
এদিন ছিল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে। তারই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেবাশিসবাবু। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষিক কর্মীদের নিয়ে সেমিনার হলে চলছিল অনুষ্ঠান। অভিযোগ, সেখানেই একদল দুষ্কৃতী এসে অশান্তি পাকাতে শুরু করে। অশিক্ষক কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। এক বিশেষ ভাবে সক্ষম অশিক্ষক মহিলা কর্মীকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপাচার্য। ক্ষোভে ফেটে পড়়েছেন বিশ্ববিদ্যালয়েক অন্যান্য কর্মীরাও। উপাচার্যের স্পষ্ট অভিযোগ, ‘আরজি কর বানিয়ে দেব’ বলেই লাগাতার হুমকি দিচ্ছিল ওই দুষ্কতীরা। উপাচার্য বলছেন, “দুষ্কৃতীদের তাণ্ডবের কারণে ২৯ জুলাই থেকে আমি বাড়ি থেকে কাজ করছিলাম। আজ প্রতিষ্ঠা দিবস বলে এসেছিলাম। কিন্তু, আমি যখন কথা বলতে শুরু করে প্রায় ৩০ জন ভিতরে ঢুকে আমাকে শাসাতে শুরু করে। অশিক্ষক কর্মীরা তখন ওদের বাধা দেয়। বাধা পেতেই অশিক্ষক কর্মীদের মারধর করা হয়।” যদিও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায় বলছেন, “সেমিনার হলে কোনও বহিরাগত নয়, পড়ুয়ারা প্রতিবাদ জানাতে গিয়েছিল। যা বলা হচ্ছে সবই মিথ্যা অভিযোগ।”