এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয় ক্ষতির সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত ক্ষয় ক্ষতির তেমন কোনো খবর আসে নি। রাশিয়ার কামচটকা উপকূলে ভূমিকম্প হয়। রাজধানী পেট্রোপাভ্লভস্ক- কামচটস্কি থেকে শুরু করে গোটা অঞ্চলেই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ৭ হওয়ায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার এই উপকূল প্রশান্ত মহাসাগরের সক্রিয় সিসমিক বেল্টের উপরে অবস্থিত, যা রিং অব ফায়ার নামেই পরিচিত। এই অঞ্চলে প্রায় দুই ডজনেরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। স্বাভাবিক কারণেই শঙ্কিত প্রশাসন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রাশিয়ার স্থানীয় সময় অনুযায়ী সকাল ৭টা নাগাদ, পেট্রোপাভ্লভস্ক- কামচটস্কি থেকে ৯০ কিলোমিটার দূরে ভূমিকম্পের মূলকেন্দ্র ছিল। ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের পর একাধিক আফটার শক অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। যেহেতু ভূমিকম্পের স্থল ৫০ কিলো মিটার গভীরে তাই ক্ষতি কিছু কমও হতে পারে। জোরাল এই ভূমিকম্পের পরই মার্কিন ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে সুনামির সতর্কতা জারি করা হয়। যদিও সেই বিপদের সম্ভাবনা এখন কেটে গিয়েছে বলেই জানানো হয়েছে।