মানুষের শরীরের ব্রহ্মস্থান বলতে যেমন মানুষের নাভিকুন্ডলি বোঝায়, তেমনই যেকোনো বাড়ির, ঘরের, ফ্ল্যাটের থাকে একটা ব্রহ্মস্থান। সেই ব্রহ্মস্থানকে আগে চিহ্নত করে নিতে হবে। তারপরে সেই জায়গায় কি রাখবেন ও কি রাখবেন না তা নিয়ে বাস্তুতন্ত্রের পরামর্শ অনুযায়ী চলুন, তাহলে বাড়িতে চিরন্তন শান্তি বজায় থাকবে। শাস্ত্রমতে বাড়ির গুরুত্বপূর্ণ স্থান হল ব্রহ্মস্থান। এই স্থানটিকে বাড়ির নাভিস্থান বলা হয়। ব্রহ্মস্থান কোনও ভাবে ক্ষতিগ্রস্থ হলে জীবনে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। সেদিকে লক্ষ রেখে বাড়ি প্রস্তুত করুন ও ঘর সাজান।
* বাড়ি, ঘর, কারখানা বা অফিসের ব্রহ্মস্থান ফাঁকা রাখুন, এখানে কখনো জুতো রাখবেন না,পরিষ্কার রাখুন।
* এখানে কোনো গর্ত বা কুয়ো করবেন না।
* এখানে ফুলের গাছ বা ফুলের টব রাখতে পারেন।
* এখানে কোনো শুভ কাজ করা ভালো।
* কারখানায় ব্রহ্মস্থানে কোনো ভারী জিনিস রাখবেন না। সবচেয়ে ভালো হয় যদি সেখানে পূর্ব মুখী কোনো মন্দির করেন।
* ছোট বাড়ি বা ফ্ল্যাটে ব্রহ্মস্থানে লিভিং রুম করুন। অফিসের ক্ষেত্রে সেখানে কোনো বিগ্রহ রাখতে পারেন।
* অফিসে ব্রহ্মস্থানে কনফারেন্স রুম করতে পারেন। তবে ঠিক ব্রহ্মস্থানে কোনো চেয়ার বা টেবিল না রাখাই উচিত।
এই পরামর্শ মেনে চলুন। জীবনে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে।