Monday, November 11, 2024
Homeখবরবাস্তুশাস্ত্র- বাড়ির বাস্তুদোষ কাটানোর উপায়

- Advertisment -

বাস্তুশাস্ত্র- বাড়ির বাস্তুদোষ কাটানোর উপায়

 

‘বাড়ি’ শব্দটির মানে কিন্তু শুধু মাথা গোঁজার জায়গা নয়। বাড়ির সঙ্গে জড়িয়ে আছে আমাদের সারা জীবনে সুখ,দুঃখ, সমৃদ্ধি, শান্তি ও আবেগ। সেই শান্তির সন্ধানে আমরা সারা জীবন কাটিয়ে দিই। কিন্তু অনেক সময় শান্তি পাই না। নানা অজানা কারণে অশান্তি লেগেই থাকে। এখানেই আছে আমাদের প্রাচীন বাস্তুশাস্ত্র। বাস্তু মতে এই অশান্তি কারণ – আপনার উপরে পরা ‘বাস্তুদোষ’। তাই খুবই প্রয়োজন আপনার বাস্তুদোষ কাটিয়ে ওঠা। এই বাস্তু দোষ কাটানোর জন্য প্রাচীন ভারতীয় বাস্তুশাস্ত্র কিছু পরামর্শ দিচ্ছে। সেগুলো মেনে চললে দেখবেন বাড়িতে সমৃদ্ধি ও শান্তি নেমে আসবে।

১) ছবি – যখন মূল দরজা দিয়ে আপনি বাড়িতে প্রবেশ করবেন, তখন যে দরজার দিকে আপনার চোখ পড়বে, সেই দরজায় একটা দেবতার ছবি রাখুন – যে দেবতাকে আপনি বিশ্বাস করেন।

২) নুন – বাস্তু মতে :নুন’ বাস্তু দোষ দূর করে। আপনি ঘর মোছার সময় সেই জলে কিছুটা নুন মিশিয়ে নিন। অথবা সপ্তাহে অন্তত একবার করে সমস্ত ঘরের কোণে সামান্য করে নুনু ছিটিয়ে দিন।

৩) ঘোরার নাল – আপনার বাড়ির প্রবেশ দ্বারের বাইরে অথবা ঠিক ভিতরে মাথার উপরে একটা ঘোরার নাল লাগিয়ে রাখুন।

৪) কর্পূর ক্রিস্টাল – বাড়িতে আর্থিক অনটন লেগেই আছে। কিছুতেই অতিরিক্ত খরচ আটকাতে পারছেন না। তখন আপনি বাড়ির মধ্যে ২/৩টে কর্পূর ক্রিস্টাল সপ্তাহে একদিন করে দিয়ে দিন। এটা আর্থিক বাস্তু দোষ কাটানোর একটা বড়ো উপায়।

৫) আয়না – বাড়িতে সকলেই আমরা আয়না ব্যবহার করি। কিন্তু মনে রাখবেন, আয়না কখনো মূল দরজার বিপরীতে রাখবেন না, আর এমন জায়গায় আয়না রাখবেন না যেখানে আপনার বিছানার প্রতিফলেন ঘটবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments